বিভিন্ন ধাতুর আবিষ্কর্তা তালিকা PDF
ধাতুর আবিষ্কারক |
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন ধাতুর আবিষ্কারক তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে পৃথিবীতে প্রাপ্ত ধাতুর আবিষ্কর্তাদের নামের তালিকা দেওয়া হয়েছে সঙ্গে সাল। পদার্থ বিজ্ঞানের অংশ হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন সম্ভাবনা অধিক। যেমন:- পটাশিয়াম কে আবিষ্কার করেন? সোডিয়াম কে আবিষ্কার করেন? ইত্যাদি।
বিভিন্ন ধাতুর আবিষ্কারক
ধাতু | সাল | আবিষ্কারক |
---|---|---|
কোবাল্ট | ১৭৩৫ | জি. ব্রান্ডট |
নিকেল | ১৭৫১ | এ. ক্রোনস্টেডট |
ম্যাঙ্গানিজ | ১৭৮৫ | ইলসেমান |
বেরিয়াম | ১৮০৮ | হামফ্রে ডেভি |
মলিবডিয়াম | ১৮১৭ | জে. বার্জিলিয়াস |
টাংস্টেন | ১৭৮৩ | এফ. ডি. ইগলুয়ার ও এইচ. ডি. ইগলুয়ার |
ইউরেনিয়াম | ১৮৪১ | ই. পেলিগট |
ক্রোমিয়াম | ১৭৯৭ | এল. ভ্যায়ুকুইলিন |
বেরিলিয়াম | ১৭৯৩ | এল. ভ্যায়ুকুইলিন |
ট্যান্টালাম | ১৮০২ | এ. একবার্গ |
রোডিয়াম | ১৮০৩ | ডব্লু ওল্লাসটোন |
সোডিয়াম | ১৮০৭ | হামফ্রে ডেভি |
পটাশিয়াম | ১৮০৭ | হামফ্রে ডেভি |
ম্যাগনেসিয়াম | ১৮৩১ | এ. বুসি |
ক্যালসিয়াম | ১৮০৮ | হামফ্রে ডেভি |
রুবিডিয়াম | ১৮৬১ | আর. বুনসেন ও জ. কিরচফ |
টারবিয়াম | ১৮৪৩ | সি. মোসাণ্ডার |
ল্যান্থালাম | ১৮৩৯ | সি. মোসাণ্ডার |
গ্যালিয়াম | ১৮৭৫ | পি.ই.লেকোকডি বোইসবাউড্রেন |
ইস্পাত | ১৯১৩ | হ্যারি ব্রিয়ার্লে |
ধাতুর আবিষ্কারকদের তালিকাটি পিডিএফে আছে
File Name: ধাতুর আবিষ্কারক
File Format: PDF
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link