Breaking







Monday, January 29, 2024

পশ্চিমবঙ্গের লোক সঙ্গীত তালিকা PDF || List of Folk Songs of West Bengal

পশ্চিমবঙ্গের লোক সঙ্গীতের নাম তালিকা PDF

পশ্চিমবঙ্গের লোক সঙ্গীত তালিকা PDF
পশ্চিমবঙ্গের লোক সঙ্গীত তালিকা
নমস্কার বন্ধুরা,
আজ পশ্চিমবঙ্গের লোক সঙ্গীত তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে সমস্ত উল্লেখযোগ্য লোক সঙ্গীতের নাম, থিম এবং কোন কোন অঞ্চলে গাওয়া হয়, তা দেওয়া আছে। জিকের অন্যতম বিষয় হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। যেমন:- গম্ভীরা কোন জেলায় গাওয়া হয়? ঝুমুর গান পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় শুনতে পাওয়া যায়? ইত্যাদি।

পশ্চিমবঙ্গের লোক সঙ্গীত তালিকা PDF

গান থিম অঞ্চল
বাউল গান আধ্যাত্মিকতা, মানবতা সমগ্র রাজ্য
ভাটিয়ালি গান প্রকৃতি, নদী জীবন নদীমাতৃক এলাকা
ভাওয়াইয়া গান প্রেম, কষ্ট উত্তর বঙ্গ
ঝুমুর গান সম্প্রদায় জীবন, সামাজিক সমস্যা পুরুলিয়া, বাঁকুড়া
গম্ভীরা শিব পূজা মালদা
শ্যামা সঙ্গীত কালী পূজা সমগ্র রাজ্য
লালন গীতি দর্শন, রহস্যবাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ
টুসু গান ফসল কাটা বীরভুম, বাঁকুড়া, পুরুলিয়া
ভাদু গান প্রচলিত কাহিনী মানভুম, পুরুলিয়া
কীর্তন কৃষ্ণ সমগ্র রাজ্য
পাঁচালি গান সনাতন ধর্ম বিভিন্ন অঞ্চল

সমস্ত লোক সঙ্গীতের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: পশ্চিমবঙ্গের লোক সংগীত
File Format: PDF
No. of Pages: 1
File Size: 110 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link