Breaking







Friday, April 12, 2024

ভারতের বিভিন্ন রাজ্যের লোক সঙ্গীত তালিকা PDF || Folk Music of India

বিভিন্ন রাজ্যের লোক সঙ্গীত তালিকা PDF

বিভিন্ন রাজ্যের লোক সঙ্গীত তালিকা PDF
বিভিন্ন রাজ্যের লোকসঙ্গীত
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের বিভিন্ন রাজ্যের লোক সঙ্গীত তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে সমস্ত রাজ্যের প্রচলিত লোক সংগীত বা Folk Songs গুলি উল্লেখিত রয়েছে। বাংলা জিকে বা সাধারণ জ্ঞানের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসতেই পারে। যেমন:- বাউল কোন রাজ্যের লোক সঙ্গীত? ইত্যাদি।

বিভিন্ন রাজ্যের লোক সঙ্গীত

রাজ্য লোক সঙ্গীত
পশ্চিমবঙ্গ বাউল, গম্ভীরা, ভাটিয়ালি, ঝুমুর, আগমনী
আসাম বিহু গান, কারবি, টিকির
মহারাষ্ট্র লাবনী, পোবারা
ছত্তিশগড় পান্ডবনী
কর্নাটক ভবগীতি, জনপদগিথি
তামিলনাড়ু নাটুপুরা পাদলগাল, কুম্মী পাটু
পাঞ্জাব টপ্পা, ভাংরা, যুগনি
রাজস্থান মান্ড, পানিহারি
বিহার সোহার, সুমানগলি
ঝাড়খন্ড দমকাচ, ঝুমার
গুজরাট ভজন, গর্বা
উত্তরপ্রদেশ রসিয়া, বিরহা, কাজারি, কাওয়ালী
হিমাচলপ্রদেশ ঝুরি, আইনচলিয়ান
জম্মু-কাশ্মির সুরমা, হাফিজ নাগমা, চকরী
উত্তরাখণ্ড ঝোরা, থাদিয়া
অরুনাচলপ্রদেশ জা-জিন-জা, নিওগা, বারবি
সিকিম ঘা তো কিতো, লু খাংথামো
মনিপুর খুবাকেশেই
গোয়া বানভড়, ফুঘরী, মান্ড
অন্ধ্রপ্রদেশ মাদিগা দাপ্পু, অগ্গু কথা, সুভভি পাতালু
নাগাল্যান্ড নিউলিউ, হেকাইলিউ
মধ্যপ্রদেশ আলহা, পাই

লোক সংগীতের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বিভিন্ন রাজ্যের লোক সংগীত
File Format: PDF
No. of Pages: 2
File Size: 139 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link