Breaking







Thursday, October 12, 2023

2023 এশিয়ান গেমস প্রশ্ন উত্তর PDF || Asian Games 2023 India

এশিয়ান গেমস 2023 প্রশ্ন উত্তর PDF

2023 এশিয়ান গেমস প্রশ্ন উত্তর PDF
2023 এশিয়ান গেমস PDF
নমস্কার বন্ধুরা,
আজ এশিয়ান গেমস 2023 ভারত PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে Asian Games সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো বাংলায়। কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকের অংশ হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। যেমন:- ২০২৩ এশিয়ান গেমসে ভারত কয়টি মেডেল জিতলো? এশিয়ান গেমস ২০২৩ কোথায় অনুষ্ঠিত হলো? ইত্যাদি।

2023 এশিয়ান গেমস ভারত PDF

২০২৩ এশিয়ান গেমস কততম সংস্করণ?
Ans:- ১৯তম

কবে এশিয়ান গেমস ২০২৩ অনুষ্ঠিত হলো?
Ans:- ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০২৩

এবছর এশিয়ান গেমস অনুষ্ঠিত হলো কোথায়?
Ans:- চীনের হ্যাংজু শহরে

এবারের ভেন্যু ছিল কোথায়?
Ans:- Hangzhou Sports Park Stadium

এশিয়ান গেমস ২০২৩ এর অফিসিয়াল ম্যাসকট কী ছিল?
Ans:- Chenchen, Congcong, Lianlian

এশিয়ান গেমস ২০২৩ এর মোটো কী?
Ans:- Heart to Heart, @Future

2023 এশিয়ান গেমসে ভারতের মোটো কী ছিল?
Ans:- Ab ki Baar, 100 Par

২০২৩ এশিয়ান গেমসে মোট কয়টি ইভেন্ট ছিল?
Ans:- ৪৮১টি ইভেন্ট

এবছর এশিয়ান গেমসে খেলা বা স্পোর্টস ছিল কয়টি?
Ans:- ৪০টি

এশিয়ান গেমস ২০২৩-এ মোট কত গুলি দেশ অংশ গ্রহণ করেছিল?
Ans:- ৪৫টি

এশিয়ান গেমস ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে কে ছিলেন?
Ans:-ভারতীয় হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং এবং ভারতীয় বক্সার লভলিনা বর্গহাইন

এশিয়ান গেমস ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী কে ছিলেন?
Ans:- ভারতীয় হকি টিমের গোল কিপার পি.আর. শ্রীজেশ

২০২৩ এশিয়ান গেমস উদ্বোধন করেছিলেন কে?
Ans:- চীনের রাষ্ট্রপতি শি জিনপিং

২০২৩ এশিয়ান গেমস সমাপ্ত করেছিলেন কে?
Ans:- রনধীর সিং, যিনি Olympic Council of Asia-র বর্তমান প্রেসিডেন্ট

এবারের এশিয়ান গেমসের মশাল প্রজ্জ্বলক কে ছিলেন?
Ans:- চাইনিজ সাঁতারু Wang Shun

এই মশাল বা টর্চটির নাম কী?
Ans:- Eternal Flame

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত মোট কয়টি পদক জিতেছে?
Ans:- ১০৭টি

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কয়টি সোনার পদক জিতেছে?
Ans:- ২৮টি

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কয়টি রুপোর পদক জিতেছে?
Ans:- ৩৮টি

এশিয়ান গেমস ২০২৩ এ ভারত কয়টি ব্রোঞ্জ পদক জিতেছে?
Ans:- ৪১টি

এশিয়ান গেমস ২০২৩ পদক তালিকায় ভারতের স্থান কত?
Ans:- চতুর্থ

এশিয়ান গেমস ২০২৩ পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন দেশ?
Ans:- চীন

২০২৩ এশিয়ান গেমসে ভারতীয় দলের অফিসিয়াল স্পন্সর ছিল কোন কোম্পানি?
Ans:- Amul

এবছর এশিয়ান গেমসে নতুন কোন স্পোর্টস অন্তর্ভুক্ত করা হয়েছে?
Ans:- ব্রেক ডান্স এবং Esports

এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের জ্যাভলিন থ্রোয়ার নিরাজ চোপড়া কীসের মেডেল জিতলেন?
Ans:- সোনা

ভারতীয় পুরুষ এবং মহিলা উভয় ক্রিকেট টিম কীসের মেডেল জিতেছে?
Ans:- সোনা

এবছর ভারতের ১০০তম মেডেলটি জিতেছে কোন টিম?
Ans:- মহিলা কাবাডি টিম; সোনার মেডেল জিতেছে

এবারের এশিয়ান গেমসে ভারত কোন ক্ষেত্রে সবথেকে বেশি মেডেল জিতেছে?
Ans:- অ্যাথলেটিক্স, ২৯টি মেডেল

2023 এশিয়ান গেমস পদক তালিকা

দেশ সোনা রুপো ব্রোঞ্জ মোট
চীন ২০১ ১১১ ৭১ ৩৮৩
জাপান ৫২ ৬৭ ৬৯ ১৮৮
কোরিয়া ৪২ ৫৯ ৮৯ ১৯০
ভারত ২৮ ৩৮ ৪১ ১০৭
উজবেকিস্তান ২২ ১৮ ৩১ ৭১

এশিয়ান গেমস আর কী নামে পরিচিত?
Ans:- এশিয়াড

এশিয়ান গেমস কত বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়?
Ans:- ৪ বছর

এশিয়ান গেমস প্রথম প্রস্তাব করেছিলেন কে?
Ans:- গুরু দাস সন্ধি

এশিয়ান গেমসের পার্মানেন্ট মোটো কী?
Ans:- "Ever Onward"

এশিয়ান গেমস পরিচালনা করে কোন সংস্থা?
Ans:- Olympic Council of Asia

প্রথমবার এশিয়ান গেমস কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ans:- ১৯৫১ সালে ভারতের নিউ দিল্লিতে

প্রথম এশিয়ান গেমসের মেডেল ট্যালিতে ভারতের স্থান কত ছিল?
Ans:- দ্বিতীয়

প্রথম এশিয়ান গেমস উদ্বোধন করেছিলেন কে?
Ans:- ভারতের তদানীন্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ

ভারতে মোট কয়বার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে?
Ans:- দুই বার; ১৯৫১ এবং ১৯৮২ সালে (প্রথম ও নবম সংস্করণ)

এইবার নিয়ে চীন মোট কয়বার এশিয়ান গেমস হোস্ট করলো?
Ans:- ৩ বার; ১৯৯০, ২০১০ এবং ২০২৩ সালে

সবথেকে বেশিবার এশিয়ান গেমস হোস্ট করেছে কোন দেশ?
Ans:- থাইল্যান্ড ৪ বার হোস্ট করেছে; ১৯৬৬, ১৯৭০, ১৯৭৮ ও ১৯৯৮ সালে

প্রথম ভারতীয় মহিলা হিসাবে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন কে?
Ans:- কমলজিত সাঁধু

প্রথম ভারতীয় মহিলা রেসলার হিসাবে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন কে?
Ans:- ভিনেশ ফোগাট

এশিয়ান গেমসে ভারতীয় প্রথম স্বর্ণপদক জয়ী কে?
Ans:- শচীন নাগ

এশিয়ান গেমসের ইতিহাসের প্রথম ভারতীয় মহিলা জ্যাভলিন থ্রোয়ার হিসাবে সোনা জিতেছিলেন কে?
Ans:- অন্নু রানী

২০১৮ সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
Ans:- ইন্দোনেশিয়ার জাকার্তায়

২০২৬ সালে এশিয়ান অনুষ্ঠিত হবে কোথায়?
Ans:- জাপানের নাগোয়ায়

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: এশিয়ান গেমসে ভারত ২০২৩
File Format: PDF
No. of Pages: 6
File Size: 247 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link