Breaking







Saturday, September 16, 2023

G20 সম্মেলন 2023 প্রশ্ন উত্তর PDF || G20 Summit Question Answers in Bengali

G20 সম্মেলন 2023 সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

G20 সম্মেলন 2023 প্রশ্ন উত্তর PDF
G20 প্রশ্ন উত্তর 
নমস্কার বন্ধুরা,
আজ G20 প্রশ্ন উত্তর PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে জি২০ সম্মেলন ২০২৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে সম্পূর্ণ বাংলা ভাষায়। জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স-এর অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অধিক। যেমন:- G20 Summit 2023 হোস্ট করলো কোন দেশ? এবছর জি২০ সামিটের থিম কী ছিল? ইত্যাদি।

G20 প্রশ্ন উত্তর PDF

২০২৩ সালে G20 সামিট হোস্ট করলো কোন দেশ?
Ans:- ভারত

ভারতের কোন শহরে এই জি২০ সম্মেলন অনুষ্ঠিত হলো?
Ans:- নিউ দিল্লি

নিউ দিল্লিতে জি২০-এর ভেন্যুটির নাম কী?
Ans:- ভারত মন্ডপম

২০২৩ G20 Summit কততম সংস্করণ?
Ans:- ১৮তম

জি২০ ২০২৩ কবে অনুষ্ঠিত হলো?
Ans:- ৯ই ও ১০ই সেপ্টেম্বর ২০২৩

G20-এর পুরো কথা কী?
Ans:- Group of Twenty

2023 G20 সম্মেলনের থিম কী ছিল?
Ans:- "বসুধৈব কুটুম্বকম" বা "One Earth One Family One Future"

"বসুধৈব কুটুম্বকম" কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
Ans:- মহা উপনিষদ থেকে

G20 সম্মেলন 2023-এর লোগোর অনুপ্রেরণা কী?
Ans:- ভারতের পতাকা

২০২৩ সালের G20-এর লোগোটি কে ডিজাইন করেছেন?
Ans:- সুদর্শন পট্টনায়েক

G20 সম্মেলনে ভারত মণ্ডপমে কার 28 ফুট লম্বা মূর্তি স্থাপন করা হয়েছে?
Ans:- নটরাজ

এই নটরাজের মূর্তিটি কোন ধাতু দিয়ে তৈরী?
Ans:- ৮টি ধাতু দিয়ে তৈরী; যথা- তামা, দস্তা, সীসা, টিন, রুপো, সোনা, পারদ এবং লোহা

এই মূর্তিটির ওজন কত?
Ans:- প্রায় ২০ টন

এই মূর্তিটি তৈরী করতে কত কোটি টাকা খরচ হয়েছে?
Ans:- প্রায় ১২ কোটি টাকা

ভারত মন্ডপম কত এলাকা জুড়ে তৈরী হয়েছে?
Ans:- প্রায় ১২৩ একর

এই ভারত মন্ডপম কবে উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী?
Ans:- ২৬শে জুলাই ২০২৩

ভারত মন্ডপম কমপ্লেক্স তৈরী করতে কত কোটি টাকা খরচ হয়েছিল?
Ans:- ২৭০০ কোটি টাকা

2023 G20 সম্মেলনের চেয়ারম্যান কে ছিলেন?
Ans:- নরেন্দ্র মোদী

জি২০-এর সদস্যসহ কোন কোন দেশকে অতিথি হিসাবে আমন্ত্রণ করেছিল ভারত?
Ans:- বাংলাদেশ, মরিশাস, ইজিপ্ট, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, স্পেন, সিঙ্গাপুর ও UAE

এই জি২০ সংস্করণে বিশেষ কোন Declaration গৃহিত হলো?
Ans:- Delhi Declaration

ভারতের সভাপতিত্বে G20 গ্রুপের স্থায়ী সদস্য হলো কে?
Ans:- আফ্রিকান ইউনিয়ন

আফ্রিকান ইউনিয়ন সহ এই গ্রুপের সদস্য দেশ গুলি কে কে?
Ans:- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, সাউথ আফ্রিকা, তুর্কি, যুক্তরাজ্য(UK), আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন

G20 কবে গঠিত হয়?
Ans:- ১৯৯৯ সালের ২৬শে সেপ্টেম্বর

প্রথম G20 শীর্ষ সম্মেলন কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
Ans:- ২০০৮ সালে আমেরিকায়

কত সালে ভারত G20 গ্রুপের সদস্য হয়?
Ans:- ১৯৯৯ সালে

ভারত কবে জি২০-এর সভাপতিত্ব পায়?
Ans:- ২০২২ সালের ১লা ডিসেম্বর

G20 সম্মেলনের অফিশিয়াল ভাষা কী কী?
Ans:- ইংরাজি, ফরাসী ও স্প্যানিশ

রাশিয়াকে কবে G8 গ্রুপ থেকে বাদ দেওয়া হয়?
Ans:- ২০১৪ সালে

২০২২ সালে জি২০ সামিট হোস্ট করেছিল কোন দেশ?
Ans:- ইন্দোনেশিয়া

২০২৪ সালে জি২০ হোস্ট করবে কোন দেশ?
Ans:- ব্রাজিল

২০২৫ সালে জি২০ আয়োজন করবে কোন দেশ?
Ans:- দক্ষিন আফ্রিকা

২০২৬ সালে G20 Summit হোস্ট করবে কোন দেশ?
Ans:- আমেরিকা

G20-এর স্থায়ী অতিথি বা গেস্ট কে?
Ans:- স্পেন

কত গুলি মহাদেশ এই গ্রুপের সদস্য?
Ans:- ৩টি; এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা

G20-এর উদ্দেশ্য কী?
Ans:- বৈশ্বিক অর্থনীতির মূল বিষয়সমূহের উপর আলোচনার জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একত্রিত করা

G20 সম্মেলনের সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: জি২০ প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 2
File Size: 183 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link