Breaking







Saturday, May 6, 2023

বন্দে ভারত ট্রেন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Vande Bharat Train Gk in Bengali

বন্দে ভারত ট্রেন সম্পর্কিত প্রশ্ন  উত্তর PDF

বন্দে ভারত ট্রেন সম্পর্কিত প্রশ্ন  উত্তর PDF
বন্দে ভারত ট্রেন জিকে প্রশ্ন  উত্তর © Anish Banerjee
নমস্কার বন্ধুরা,
আজ বন্দে ভারত ট্রেন সম্পর্কিত প্রশ্ন  উত্তর PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে এই ট্রেন সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য বাংলায় উপস্থাপন করা হলো। জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স-এর বিষয় হিসাবে আগত প্রায় সমস্ত চাকরির পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবেই। সুতরাং নীচ থেকে পড়ুন এবং জ্ঞান ভান্ডার বৃদ্ধি করুন।

বন্দে ভারত ট্রেন সম্পর্কিত জিকে

1.বন্দে ভারত ট্রেন কী?
উত্তর: ইন্ডিয়ান রেলওয়ে পরিচালিত সেমি-হাই-স্পিড ট্রেন

2.বন্দে ভারত এক্সপ্রেসের পূর্বের নাম কী ছিল?
উত্তর: ট্রেন-১৮

3.কবে "ট্রেন-১৮" নাম পরিবর্তন করে বন্দে ভারত রাখা হয়?
উত্তর: ২৭শে জানুয়ারী ২০১৯

4.কে ট্রেন-১৮ থেকে বন্দে ভারত এক্সপ্রেস নাম পরিবর্তন করেন এবং কত সালে?
উত্তর: পীযূষ গোয়েল, ২০১৯ সালের জানুয়ারীতে।

5.কবে নরেন্দ্র মোদী প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু করেন?
উত্তর: ১৫ই ফেব্রুয়ারী ২০১৯

6.বন্দে ভারত এক্সপ্রেস-এর বাণিজ্যিক পরিষেবা কবে চালু হয়?
উত্তর: ১৭ই ফেব্রুয়ারী ২০১৯

7.বন্দে ভারত ট্রেনটি ডিজাইন করেছেন কে?
উত্তর: সুধাংশু মানি

8.বন্দে ভারত এক্সপ্রেস কোন প্রস্তুতকারক সংস্থা দ্বারা নির্মাণ করা হয়?
উত্তর: ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি(ICF),চেন্নাই

9.এটি কোন প্রোগ্রামের অধীনে নির্মাণ করা হয়?
উত্তর: মেক ইন ইন্ডিয়া

10.এটি কত টাকা খরচ করে নির্মাণ করা হয়?
উত্তর: প্রায় ১১৫ কোটি টাকা

11.এই ট্রেনটি কত গতিবেগে চলাচল করবে?
উত্তর: দিল্লি-ভোপাল রুটের জন্য ১৬০ কি.মি/ঘন্টা এবং বাকি সমস্ত রুটের জন্য ১১০-১৩০ কিমি./ঘন্টা

12.এই ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ কত?
উত্তর:১৮০কি.মি/ঘণ্টা

13.ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি কবে স্থাপিত হয়?
উত্তর: ১৯৫৫ সালের ২রা অক্টোবর

14.এই ট্রেনের গতি কী ধরনের?
উত্তর: আধা-উচ্চ গতি

15.এই ট্রেনটি কতগুলো কোচ নিয়ে গঠিত?
উত্তর: ১৬টি

16.বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কতগুলো সংস্করণ আছে ও কী কী?
উত্তর: ৪টি। ভি.বি১, ভি.বি২, ভি.বি৩,ভি .বি৪।

17.বর্তমানে কোন সংস্করণের ট্রেন চলছে?
উত্তর: ভি.বি২

18.এই ট্রেনের আসন বা সিট সংখ্যা কত?
উত্তর: ১১২৮টি

19.এই ট্রেনটি কী দিয়ে তৈরি?
উত্তর: স্টেনলেস স্টিল দিয়ে।

20.এই ট্রেনের চতুর্থ সংস্করণটি কবে প্রকাশিত হবে?
উত্তর: ২০২৬ সালে

21.বন্দে ভারত এক্সপ্রেসের চাকা প্রস্তুত করছে কোন সংস্থা?
উত্তর: Steel Authority of India (SAIL), দুর্গাপুর

22.বন্দে ভারত এক্সপ্রেসের উল্লেখযোগ্য বিষয় কী কী?
উত্তর: Wifi পরিষেবা, আভিজাত্যপূর্ণ বিলাসবহুল ব্যবস্থা, ট্রেনের সংঘর্ষ এড়ানোর ব্যবস্থা

23.বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম রুট কোনটি?
উত্তর: দিল্লি থেকে বারাণসী

24.পশ্চিমবঙ্গে যে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে, তার নাম কী কী?
উত্তর: হাওড়া থেকে পুরী, হাওড়া থেকে রাঁচি, হাওড়া থেকে বারাণসী

সমস্ত বন্দে ভারত ট্রেন ও রুট

বন্দে ভারত ট্রেন রুট
১নং নিউ দিল্লি-বারাণসী
২নং নিউ দিল্লি-শ্রী মাতা বৈষ্ণদেবী কাত্রা
৩নং মুম্বাই সেন্ট্রাল-গান্ধীনগর
৪নং নিউ দিল্লি-আম্ব আন্দাউড়া
৫নং MGR চেন্নাই সেন্ট্রাল-মহীশুর
৬নং বিলাসপুর-নাগপুর
৭নং হাওড়া-নিউ জলপাইগুড়ি
৮নং বিশাখাপত্তনম-সেকেন্দ্রাবাদ
৯নং মুম্বাই CSMT-সোলাপুর
১০নং মুম্বাই CSMT-সাইনগর শিরদি
১১নং রানী কমলাপতি-নিজামুদ্দিন
১২নং সেকেন্দ্রাবাদ-তিরুপতি
১৩নং MGR চেন্নাই সেন্ট্রাল-কোয়েম্বাটুর
১৪নং দিল্লি ক্যান্টনমেন্ট-আজমীর
১৫নং তিরুবনন্তপুরম-কাশারগড়
বি.দ্র:- বাকি ট্রেন গুলি চালু হলে, এখানে আপডেট করে দেওয়া হবে

বন্দে ভারত ট্রেন জিকে গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বন্দে ভারত ট্রেন প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 3
File Size: 207 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link