Breaking







Sunday, March 26, 2023

চন্দ্রযান ২ প্রশ্ন উত্তর PDF || Chandrayaan 2 Related Bengali GK

চন্দ্রযান ২ সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF

চন্দ্রযান ২ প্রশ্ন উত্তর PDF
চন্দ্রযান-২ প্রশ্ন উত্তর
নমস্কার বন্ধুরা,
আজ চন্দ্রযান ২ প্রশ্ন উত্তর PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতের দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-২ সম্পর্কে সমস্ত খুঁটিনাটি প্রশ্ন-উত্তর দেওয়া আছে। এবং এটি সমস্ত ভারতবাসীর কাছে গর্বের বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ তাই এই অংশ থেকে Competitive Exam-এ প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। যেমন:- চন্দ্রযান ২ কবে লঞ্চ করা হয়েছিল? চন্দ্রযান ২ এর রোভারটির নাম কী ছিল? ইত্যাদি। 

চন্দ্রযান ২ প্রশ্ন উত্তর

❐ চন্দ্রযান-২ কী?
উ:-ভারতের দ্বিতীয় রোবোটিক চন্দ্র মিশন 

❐ চন্দ্রযান-২ –এর কয়টি অংশ কী কী?
উ:-তিনটি অংশ | অরবিটার,ল্যান্ডার এবং রোভার

❐ ল্যান্ডারটির কী নাম দেওয়া হয়েছে?
উ:-বিক্রম

❐ রোভারটির কী নাম দেওয়া হয়েছে?
উ:- প্রজ্ঞান

❐ মিশনটি করার জন্য কোন রকেটের সাহায্য নেওয়া হয়েছে?
উ:- GSLV Mk-III

❐ GSLV-এর পুরো কথা কী
উ:- Geosynchronous Satellite Launch Vehicle

❐ সমস্ত চন্দ্রযানটির ওজন কত?
উ:-৩৮৫০ কেজি

❐ অরবিটারটির ওজন কত?
উ:- ২৩৭৯ কেজি

❐ রোভার সমেত ল্যান্ডারটির ওজন কত?
উ:- ১৪৭১ কেজি

❐ শুধুমাত্র রোভারটির ওজন কত?
উ:- ২৭কেজি

❐ রোভারটি কয় চাকা বিশিষ্ট?
উ:- ৬ চাকা

❐ রোভার প্রজ্ঞানের গতি কত?
উ:- ১সেমি/সেকেন্ড

❐ অরবিটারটির কয়টি অংশ?
উ:- মোট ৮টি অংশ ,যারমধ্যে ৭টি ভারতের তৈরী

❐ অরবিটারের কোন অংশটি ভারতের তৈরী নয়?
উ:-LRA (Laser Retroreflector Array)

❐ অরবিটারে থাকা সোলার প্যানেল কত পরিমান বিদ্যুত উৎপাদনে সমর্থ্য?
উ:- ১০০০ওয়াট

❐ বিক্রম ল্যান্ডারে থাকা সোলার প্যানেল কত বিদ্যুত উৎপাদনে সক্ষম?
উ:- ৬৫০ ওয়াট

❐ রোভারে থাকা সোলার প্যানেল কত বিদ্যুত উৎপাদনে সক্ষম?
উ:- ৫০ ওয়াট

❐ অরবিটারের কাজ কী?
উ:-চাঁদের কক্ষপথে ঘুরে ঘুরে চাঁদের ছবি তোলা

❐ চন্দ্রপৃষ্ঠ থেকে কত কিমি উপর থেকে অরবিটার প্রদক্ষিন করছে?
উ:- ১০০ কিমি.

❐ অরবিটারের কার্যকাল কতদিন?
উ:- সর্বনিম্ন ২ বছর

❐ রোভারটি কতটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করতে পারবে?
উ:- ৫০০ মিটার

❐ রোভারের কাজ কী?
উ:-চাঁদের মাটিতে ঘুরে ঘুরে সেন্সরের সাহায্যে বিভিন্ন ধাতু, মৌল, জলকণা ও বিভিন্ন পদার্থের অনুসন্ধান করা

❐ কবে চন্দ্রযান-২-কে চাঁদের উদ্দেশ্যে পাঠানো হয়?
উ:- ২২শে জুলাই ২০১৯; দুপুর ২টো বেজে ৪৩ মিনিটে

(বি. দ্র:- ১৫ই জুলাই পাঠানোর কথা ছিল কিন্তু রকেটে জ্বালানী অংশে যান্ত্রিক গোলযোগের জন্য সেদিন পাঠানো হয়নি)

❐ চন্দ্রযান-২-এর জন্য কত টাকা খরচ করা হয়েছে?
উ:- ৯৭৮ কোটি টাকা 

❐ চন্দ্রযান-২-এর বিক্রম ল্যান্ডার কবে চাঁদের মাটিতে স্পর্শ করে?
উ:-৭ই সেপ্টেম্বর ২০১৯

(বি. দ্র:- যদিও ল্যান্ড করার আগেই ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিক্রমের)

❐ বিক্রমের কোন ধরনের ল্যান্ডিং-এর কথা ছিল এবং কী রকম ল্যান্ডিং সে করেছে?
উ:- বিক্রমের সফ্ট ল্যান্ডিং-এর কথা ছিল কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় সে হার্ড ল্যান্ডিং করেছে

❐ চন্দ্র পৃষ্ঠ থেকে কত কিমি উপরে বিক্রমের সাথে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়?
উ:- ২.১ কিমি উপরে

❐ কোথা থেকে চন্দ্রযান-২-কে লঞ্চ করা হয়েছিল?
উ:- অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতিশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 

❐ চাঁদের কোন মেরুতে চন্দ্রযান-২-এর বিক্রমকে নামানো হয়?
উ:- দক্ষিন মেরুতে

❐ ল্যান্ডারটিকে চাঁদের দক্ষিন মেরুর ঠিক কোন জায়গায় নামানোর কথা ছিল?
উ:- ম্যানজিনস সি এবং সিম্পিলিয়াস এন নামক গর্ত দুটির মাঝখানে 

(যদিও বিক্রম, ল্যান্ডিং সাইট থেকে ৫০০ মিটার দুরে ল্যান্ড করে)

❐ কার নামে ল্যান্ডারটির নামকরণ করা হয়েছে?
উ:- ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারাভাই-এর নামানুসারে

❐ চাঁদে রোভার ল্যান্ড করানোয় কততম দেশ ভারত?
উ:- চতুর্থ

❐ চাঁদের দক্ষিনমেরুতে রোভার ল্যান্ড করানোতে কততম দেশ ভারত?
উ:- প্রথম

❐ চন্দ্রযান-২-এর মিশন ডিরেক্টর কে?
উ:- Ritu karidhal

❐ চন্দ্রযান-২-এর প্রোজেক্ট ডিরেক্টর কে?
উ:- Muthayya Vanitha

❐ রোভারের কার্যকাল কতদিন?
উ:- ১৪ দিন বা ১ চন্দ্রদিন

❐ পৃথিবী থেকে চন্দ্রপৃষ্টে অবতরণ করতে কত সময় লাগে চন্দ্রযান-২-এর ?
উ:- ৪৮ দিন

সম্পূর্ণ তথ্য গুলি পিডিএফে আছে
File Details::
File Name:: Chandrayaan-2 Bengali GK
File Format: PDF
No. of Pages: 3
File Size: 2.1 MB

1 comment:

  1. History er emperor der j ar 1ta kore nam 6ilo,otar list ta dile valo hoy. Mane kar ki nam,jamn giyasuddin ke ulugh khan bola hoy. Erkm ki6ur pdf chai

    ReplyDelete

Dont Leave Any Spam Link