2nd January 2023 Current Affairs in Bengali
![]() |
January 2023 Current Affairs in Bengali |
2nd January Current Affairs in Bengali
1.World Introvert Day পালন করা হয় কবে?ⓐ ২রা জানুয়ারি
ⓑ ৩রা জানুয়ারি
ⓒ ৪ঠা জানুয়ারি
ⓓ ৫ই জানুয়ারি
2.Indian Overseas Bank-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?
ⓐ রাজনীস কুমার
ⓑ অজয় কুমার শ্রীবাস্তব
ⓒ অনিল কুমার
ⓓ জীবন কুমার
3.MOIL Limited-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
ⓐ মলয় রায়
ⓑ অপূর্ব বিশ্বাস
ⓒ ময়না ব্যানার্জি
ⓓ অজিত কুমার সাক্সেনা
4.কোন রাজ্য সরকারের উপদেষ্টা কাউন্সিলের হেড পদে নিযুক্ত হলেন এন. চন্দ্রশেখরন?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ কেরালা
ⓒ মহারাষ্ট্র
ⓓ অরুনাচলপ্রদেশ
5.২০২২ সালে ডিসেম্বর মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা?
ⓐ ১.৪৫
ⓑ ১.৪৯
ⓒ ১.৪৭
ⓓ ১.৩৯
6.কোথায় TB Elimination Project শুরু করলো Indian Oil?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ ছত্তিশগড়
ⓒ উভয়ই
ⓓ কোনোটিই
7.প্রথম International Beach Festival হোস্ট করছে কোন রাজ্য?
ⓐ অন্ধ্রপ্রদেশ
ⓑ গুজরাট
ⓒ কর্ণাটক
ⓓ কেরালা
8.অন্ধ্রপ্রদেশে ৬,৫০০ কোটি টাকার বিনিয়োগের সাথে 5G পরিষেবা লঞ্চ করলো কোন কোম্পানী?
ⓐ Jio
ⓑ Airtel
ⓒ BSNL
ⓓ Vi
9.বায়োলজিতে Europe's Top Talents সম্মান পেলেন কোন ভারতীয়?
ⓐ মহোৎসব সামন্ত
ⓑ রজব প্যাটেল
ⓒ ড. মহিমা স্বামী
ⓓ গৌতম বেরা
10.ভারতের কততম দাবা গ্রান্ড মাস্টার হলেন কলকাতার কৌস্তব চ্যাটার্জি?
ⓐ ৭৭
ⓑ ৭৮
ⓒ ৭৯
ⓓ ৭৬
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link