1st January 2023 Current Affairs in Bengali
![]() |
January 2023 Current Affairs in Bengali |
1st January Current Affairs in Bengali
1.২৫ কোটির বাজেটের সাথে ‘Nilgiri Tahr Project’ লঞ্চ করলো কোন রাজ্য?ⓐ পাঞ্জাব
ⓑ কেরালা
ⓒ তামিলনাড়ু
ⓓ কর্ণাটক
2.নয়ডাতে উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন কে?
ⓐ লক্ষ্মী সিং
ⓑ সৌমী মুন্ডা
ⓒ কৃতিকা শর্মা
ⓓ মঞ্জুশ্রী বর্মা
3.কোন রাজ্যের প্রতিটা মন্দিরে মোবাইল ফোন ব্যান করলো মাদ্রাজ হাইকোর্ট?
ⓐ কেরালা
ⓑ তেলেঙ্গানা
ⓒ মহারাষ্ট্র
ⓓ তামিলনাড়ু
4.ভারতের দ্বিতীয় দীর্ঘতম কেবল ব্রিজ চালু হলো কোথায়?
ⓐ গোয়া
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ লাদাখ
ⓓ সিকিম
5.ভারতের প্রথম Complete Library Constituency হলো কোন রাজ্যের ধারমাদাম?
ⓐ হরিয়ানা
ⓑ গুজরাট
ⓒ উত্তরাখণ্ড
ⓓ কেরালা
6.World Blitz Championship-এ রুপোর পদক জিতলেন ভারতের কোন দাবাড়ু?
ⓐ কনেরু হাম্পি
ⓑ অভিমন্যু মিশ্র
ⓒ হার্শিত রাজা
ⓓ বিশ্বনাথন আনন্দ
7.২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস চালু হবে কোথায়?
ⓐ নিউ দিল্লি
ⓑ কলকাতা
ⓒ মুম্বাই
ⓓ চেন্নাই
8.আমেরিকার National Space Council Advisory Group-এ অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত?
ⓐ রাজীব বাদ্যাল
ⓑ সঞ্জয় প্যাটেল
ⓒ মনোজ কুমার
ⓓ অনিক দেশাই
9.পুরুষ বিভাগে Khelo India Youth Games 2022 U-18 টাইটেল জিতলো কোন রাজ্যের হকি টিম?
ⓐ উড়িষ্যা
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ ছত্তিশগড়
10.কোন দেশের Al Nassr ক্লাবের হয়ে খেলবেন পর্তুগাল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
ⓐ বেলজিয়াম
ⓑ সৌদি আরব
ⓒ জর্ডান
ⓓ সংযুক্ত আরব আমিরাত
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link