9th October 2022 Current Affairs in Bengali
![]() |
October 2022 Current Affairs in Bengali |
9th October Current Affairs in Bengali
1.World Post Day পালন করা হয় কবে?ⓐ ৯ই অক্টোবর
ⓑ ১০ই অক্টোবর
ⓒ ১১ই অক্টোবর
ⓓ ১২ই অক্টোবর
2.Gulf Oil কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন মহিলা ক্রিকেটার?
ⓐ ঝুলন গোস্বামী
ⓑ শেফালী বর্মা
ⓒ স্মৃতি মন্ধনা
ⓓ হারমানপ্রীত কৌর
3.বাল্য বিবাহের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য?
ⓐ ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ গুজরাট
ⓓ বিহার
4.ভারতে প্রথম প্রতিটি জেলায় কমপক্ষে ৭৫টি অমৃত সরোবর তৈরি করলো কোন কেন্দ্র শাসিত অঞ্চল?
ⓐ লাদাখ
ⓑ চন্ডিগড়
ⓒ লাক্ষাদ্বীপ
ⓓ জম্মু-কাশ্মীর
5.সম্প্রতি ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে কোন দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন?
ⓐ গ্রীনল্যান্ড
ⓑ বুর্কিনা ফাসো
ⓒ মালী
ⓓ ঘানা
6.SBI General Insurance-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?
ⓐ সঞ্জয় অরোরা
ⓑ বিপ্লব কুমার
ⓒ মতিলাল সেন
ⓓ কিশোর কুমার পলুদাসু
7.World Health Organization(WHO)-এর একজিকিউটিভ বোর্ডে আমেরিকার প্রতিনিধিত্ব করবেন কে?
ⓐ ড. অতনু দেশপান্ডে
ⓑ ড. বিবেক মূর্তি
ⓒ ড. সুজয় প্যাটেল
ⓓ ড. চিত্তরঞ্জন শর্মা
8.সম্প্রতি কোন দেশের Optus নামক টেলিকম কোম্পানি সাইবার অ্যাটাকের শিকার হলো?
ⓐ অস্ট্রেলিয়া
ⓑ জাপান
ⓒ চীন
ⓓ আমেরিকা
9.সম্প্রতি প্রয়াত অরুণ বালী কে ছিলেন?
ⓐ সঙ্গীত শিল্পী
ⓑ দার্শনিক
ⓒ অভিনেতা
ⓓ রাজনীতিবিদ
10.Walkaroo International Ltd.-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ শাহরুখ খান
ⓑ অজয় দেবগন
ⓒ অমিতাভ বচ্চন
ⓓ রোহিত শর্মা
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link