10th October 2022 Current Affairs in Bengali
![]() |
October 2022 Current Affairs in Bengali |
10th October Current Affairs in Bengali
1.World Mental Health Day পালন করা হয় কবে?ⓐ ৯ই অক্টোবর
ⓑ ১১ই অক্টোবর
ⓒ ১০ই অক্টোবর
ⓓ ১২ই অক্টোবর
2.Omara Dates কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ কপিল দেব
ⓑ পঙ্কজ ত্রিপাঠী
ⓒ মহেন্দ্র সিং ধোনি
ⓓ অমিতাভ বচ্চন
3.2022 IBSF World Billiards Championship জিতলেন কে?
ⓐ পঙ্কজ আদভানি
ⓑ সৌরভ কোঠারী
ⓒ গীত শেঠি
ⓓ অশোক শান্ডিল্য
4.Science and Engineering Research Board (SERB)-এর সেক্রেটারী পদে নিযুক্ত হলেন কে?
ⓐ উৎপল শুভ্র দেব
ⓑ সনাতন পাঠক
ⓒ ড. অখিলেশ গুপ্ত
ⓓ কেউই নন
5.সম্প্রতি চন্দ্রযান-২ স্পেসক্রাফট চাঁদের মাটিতে কোন মৌলের সন্ধান পেল?
ⓐ সোডিয়াম
ⓑ পটাশিয়াম
ⓒ সালফার
ⓓ ম্যাগনেসিয়াম
6.কোন দেশের নেভির সাথে White Shipping Information Exchange-এর উপর চুক্তি স্বাক্ষর করলো ভারতীয় নেভি?
ⓐ ভিয়েতনাম
ⓑ শ্রীলঙ্কা
ⓒ নিউজিল্যান্ড
ⓓ নেদারল্যান্ডস
7.সম্প্রতি বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে Anti-Dust Campaign লঞ্চ করলো কোন সরকার?
ⓐ মহারাষ্ট্র
ⓑ কর্ণাটক
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ দিল্লি
8.ভারতের প্রথম Multi-Art Cultural Center কার নামে তৈরি করা হলো?
ⓐ নীতা আম্বানি
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ সুষমা স্বরাজ
ⓓ দ্রৌপদী মুর্মু
9.অর্থনৈতিক সহযোগিতার জন্য দুবাই সরকারের সাথে MoU স্বাক্ষর করলো কোন রাজ্য?
ⓐ পাঞ্জাব
ⓑ সিকিম
ⓒ গোয়া
ⓓ হরিয়ানা
10.সম্প্রতি সমাজ সেবার জন্য "সেবা রত্ন সম্মান" পেলেন কে?
ⓐ রতন টাটা
ⓑ গৌতম আদানি
ⓒ সন্দীপ মহেশ্বরী
ⓓ আজিম প্রেমজী
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link