Breaking







Tuesday, October 10, 2023

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিস্কারক ও সাল তালিকা PDF || Indus Civilization

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিষ্কারক, আবিষ্কার সাল ও অবস্থান তালিকা PDF

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিস্কারক ও সাল তালিকা PDF
সিন্ধু সভ্যতার আবিষ্কৃত স্থান
নমস্কার বন্ধুরা,
আজ সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানের আবিস্কারক ও সাল তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে সিন্ধু সভ্যতার আবিস্কৃত প্রত্ন তাত্ত্বিক স্থান ও তার অবস্থান উল্লেখ করা হয়েছে। প্রাচীন ইতিহাসের অংশ হিসাবে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল? মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন কে? ইত্যাদি।

সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান

স্থান আবিষ্কর্তা সাল
হরপ্পা দয়ারাম সাহানি ১৯২১
মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায় ১৯২২
সুতকাজেন্দর স্টেইন ১৯২৯
চান-হু-দারো এন.জি. মজুমদার ১৯৩১
আমরি এন.জি. মজুমদার ১৯৩৫
কোটদিজি ঘুরে ১৯৩৫
কালিবঙ্গান অমলান্দ ঘোষ ১৯৫৩
লোথাল আর. রাও ১৯৫৩
রাখীগঢ়ী বসন্ত সিঁদে ১৯৬৩
সুরকোটজা জে.পি. যোশী ১৯৬৪
বনওয়ালি আর.এস. বিস্ত ১৯৭৪
মেহেরগড় সভ্যতা জাঁ ফ্রান্সোয়া জারিজ ১৯৭৪
ধোলাভিরা জে.পি. যোশী ১৯৬৭-৬৮

সম্পূর্ণ তালিকা পিডিএফে রয়েছে

File Details::
File Name: সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান
File Format: PDF
No. of Pages: 1
File Size: 142 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link