বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা || নদীমাতৃক সভ্যতা || নদীকেন্দ্রিক সভ্যতা::
![]() |
নদী তীরবর্তী সভ্যতা |
আজ বিভিন্ন নদী তীরবর্তী সভ্যতা তালিকা PDFটি এখানে উপস্থাপন করা হলো, যেটিতে বিশ্বের ইতিহাসে উল্লেখযোগ্য নদীকেন্দ্রীক সভ্যতার নামের লিস্ট রয়েছে। প্রাচীন ইতিহাসে আমরা একাধিক এইরকম সভ্যতার পরিচয় পাই। আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে; যেমন- সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? ইত্যাদি।
নদী তীরবর্তী সভ্যতা
নদী | সভ্যতার নাম |
---|---|
সিন্ধু নদী | মহেঞ্জোদাড়ো সভ্যতা |
রাভী বা ইরাবতী নদী | হরপ্পা সভ্যতা |
নীলনদ | মিশরীয় সভ্যতা |
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদী | মেসোপটেমিয়া সভ্যতা |
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদী | ব্যাবিলনীয় সভ্যতা |
টাইগ্রীস ও ইউফ্রেটিস নদী | সুমেরীয় সভ্যতা |
বাদুর নদী | রংপুর সভ্যতা |
রাইন নদী | সেলটিক/কেলটিক সভ্যতা |
টাইবার নদী | রোমান সভ্যতা |
টাইগ্রীস নদী | অ্যাসেরীয় সভ্যতা |
হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদী | চীন সভ্যতা |
নদীকেন্দ্রিক সভ্যতার তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: নদী তীরবর্তী সভ্যতা
File Format: PDF
No. of Pages: 1
File Size: 281
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link