Breaking







Tuesday, November 7, 2023

প্রাচীন ভারতের মুদ্রার নাম তালিকা PDF || Coins of Ancient India

প্রাচীন ভারতের মুদ্রার নাম

প্রাচীন ভারতের মুদ্রার নাম || Coins of Ancient India
প্রাচীন ভারতের মুদ্রার নাম
Hello Friends,
আজ প্রাচীন ভারতের মুদ্রা pdfটি শেয়ার করছি, যেটিতে প্রাচীন যুগে ব্যবহৃত উল্লেখযোগ্য মুদ্রার নাম এবং সেগুলি কোন ধাতু দিয়ে তৈরী সেই তথ্য রয়েছে। ভারতের ইতিহাস রচনায় এই মুদ্রা গুলি গুরুত্বপূর্ণভাবে সাহায্য করে ইতিহাসবিদদের। পরীক্ষায় এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে; যেমন- নিস্ক কোন যুগের মুদ্রা? মনা কী? ইত্যাদি।

প্রাচীন ভারতের মুদ্রার নাম

মুদ্রার নামযুগ/ব্যক্তিধাতু
নিস্কঋগ্বৈদিকসোনা
মনাঋগ্বৈদিক সোনা
কৃষ্ণলবৈদিক পরবর্তীসোনা
সুবর্ণমৌর্য/গুপ্তসোনা
কার্ষাপনমৌর্য তামা/রুপা/সোনা
দারিকমৌর্যরুপা
পেটিনসাতবাহনসিসা
ক্যাশুচোলসোনা
নারায়ণীপালরাজারুপা
পুরানসেনরুপা
কপর্দকসেন***
দ্রম্মপাল/সেনরুপা
ধরনপালরাজারুপা
কাকণিকমৌর্যতামা
রূপকগুপ্তরুপা
মাশকমৌর্যতামা
শতমানবৈদিক পরবর্তী সোনা
দিনারগুপ্তসোনা

প্রাচীন যুগের মুদ্রার নামের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: প্রাচীন  মুদ্রা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 310 KB

Click Here to Download

2 comments:

  1. সায়িন্সের উপর ভৃত্তি করে কিছু পাঠান

    ReplyDelete
  2. ভালো, অনেক তথ্য পাওয়া গেলো ।।

    ReplyDelete

Dont Leave Any Spam Link