ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF
![]() |
ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল |
আজ ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য ব্যক্তিদের সমাধিস্থলের নাম দেওয়া হয়েছে বাংলায়। কারণ WBCS, WBP, PSC-সহ সমস্ত চাকরীর পরীক্ষাতে বিভিন্ন রাজা বা সুলতানের সমাধিস্থল থেকে প্রশ্ন আসে। যেমন- আকবরের সমাধীস্থল কোথায়? হুমায়ুনের সমাধিস্থল কোথায়?শাহজাহানকে কোথায় সমাধীস্থ করা হয়েছে?
ঐতিহাসিক ব্যক্তিদের সমাধিস্থল
ব্যক্তির নাম | সমাধিস্থল | রাজ্য/দেশ |
---|---|---|
আকবর | সিকান্দার | উত্তর প্রদেশ |
মমতাজ, শাহজাহান | আগ্রা (তাজমহল) | উত্তর প্রদেশ |
ঔরঙ্গজেব | খুলদাবাদ, ঔরঙ্গাবাদ | উত্তর প্রদেশ |
ইতমাদ-উদ-দ্দৌলা | দিল্লি | দিল্লি |
গিয়াসউদ্দিন তুঘলক | দিল্লি | দিল্লি |
হুমায়ুন | দিল্লি | দিল্লি |
ওয়ারেন হেস্টিংস | কলকাতা | পশ্চিমবঙ্গ |
জব চার্নক | কলকাতা | পশ্চিমবঙ্গ |
মীরজাফর | মুর্শিদাবাদ | পশ্চিমবঙ্গ |
সিরাজদ্দৌলা | মুর্শিদাবাদ | পশ্চিমবঙ্গ |
হুসেন শাহ | পান্ডুয়া | পশ্চিমবঙ্গ |
তানসেন | গোয়ালিয়র | মধ্যপ্রদেশ |
মহম্মদ আদিল শাহ | বিজাপুর | কর্নাটক |
রানী লক্ষ্মীবাই | গোয়ালিয়র | মধ্যপ্রদেশ |
শেরশাহ | সাসারাম | বিহার |
মীরকাশিম | মুঙ্গের | বিহার |
জাহাঙ্গীর | লাহোর | পাকিস্তান |
নুরজাহান | সহোদরা বাগ | পাকিস্তান |
বাবর | কাবুল | আফগানিস্তান |
বাহাদুর শাহ জাফর | রেঙ্গুন | মায়ানমার |
সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name:ঐতিহাসিক ব্যক্তিদের সমাধীস্থল
File Format: PDF
No. of Pages:2
File Size:290 KB
Click Here to Download
Tnx
ReplyDelete