Breaking







Thursday, September 15, 2022

দিল্লির সুলতানি যুগের ক্রমপঞ্জিকা তালিকা PDF || Delhi Sultanate

দিল্লির সুলতানি বংশের সময়কাল তালিকা PDF

দিল্লির সুলতানি যুগের ক্রমপঞ্জিকা তালিকা PDF
দিল্লির সুলতানি যুগ
নমস্কার বন্ধুরা,
আজ দিল্লির সুলতানী যুগের ক্রমপঞ্জিকা তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ভারতে সুলতানি যুগের সময়কাল, প্রতিষ্ঠাতা, শেষ রাজা ও শ্রেষ্ঠ রাজার নাম দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসের অন্যতম অধ্যায় হিসাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতেই পারে। যেমন:- খলজী বংশের সময়কাল কত? লোদী বংশ কত বছর রাজত্ব করেছিল? ইত্যাদি।

সুলতানী যুগের কালক্রম

দাস বংশ

সময়কাল: ১২০৬-১২৯০ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা: কুতুব উদ্দিন আইবক
শেষ রাজা: শামস-উদ্দিন কায়মার্স
শ্রেষ্ঠ রাজা: ইলতুৎমিস

খলজি বংশ

সময়কাল: ১২৯০-১৩২০ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা: জালাল-উদ্দিন খলজি
শেষ রাজা: কুতুবউদ্দিন মুবারক
শ্রেষ্ঠ রাজা: আলাউদ্দিন খলজি


তুঘলক বংশ

সময়কাল: ১৩২০-১৪১৪ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা: গিয়াস-উদ্দিন তুঘলক
শেষ রাজা: নাসিরউদ্দিন খসরু শাহ
শ্রেষ্ঠ রাজা: মহম্মদ বিন তুঘলক


সৈয়দ বংশ

সময়কাল: ১৪১৪-১৪৫১ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা: খিজির খাঁ
শেষ রাজা: আলাউদ্দিন আলম শাহ
শ্রেষ্ঠ রাজা: মুইজউদ্দিন মোবারক


লোদী বংশ

সময়কাল: ১৪৫১-১৫২৬ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা: বহলুল লোদী
শেষ রাজা: ইব্রাহিম লোদী
শ্রেষ্ঠ রাজা: ইব্রাহিম লোদী

সুলতানি যুগের সম্পূর্ণ তথ্য পিডিএফে রয়েছে

File Details::
File Name: সুলতানি বংশের সময়কাল
File Format: PDF
No. of Pages: 1
File Size: 121 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link