দিল্লির সুলতানি বংশের সময়কাল তালিকা PDF
![]() |
দিল্লির সুলতানি যুগ |
নমস্কার বন্ধুরা,
আজ দিল্লির সুলতানী যুগের ক্রমপঞ্জিকা তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ভারতে সুলতানি যুগের সময়কাল, প্রতিষ্ঠাতা, শেষ রাজা ও শ্রেষ্ঠ রাজার নাম দেওয়া হয়েছে। ভারতের ইতিহাসের অন্যতম অধ্যায় হিসাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতেই পারে। যেমন:- খলজী বংশের সময়কাল কত? লোদী বংশ কত বছর রাজত্ব করেছিল? ইত্যাদি।সুলতানী যুগের কালক্রম
দাস বংশ
সময়কাল: ১২০৬-১২৯০ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা: কুতুব উদ্দিন আইবক
শেষ রাজা: শামস-উদ্দিন কায়মার্স
শ্রেষ্ঠ রাজা: ইলতুৎমিস
File Details::
File Name: সুলতানি বংশের সময়কাল
File Format: PDF
No. of Pages: 1
File Size: 121 KB
Click Here to Download
খলজি বংশ
সময়কাল: ১২৯০-১৩২০ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা: জালাল-উদ্দিন খলজি
শেষ রাজা: কুতুবউদ্দিন মুবারক
শ্রেষ্ঠ রাজা: আলাউদ্দিন খলজি
তুঘলক বংশ
সময়কাল: ১৩২০-১৪১৪ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা: গিয়াস-উদ্দিন তুঘলক
শেষ রাজা: নাসিরউদ্দিন খসরু শাহ
শ্রেষ্ঠ রাজা: মহম্মদ বিন তুঘলক
সৈয়দ বংশ
সময়কাল: ১৪১৪-১৪৫১ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা: খিজির খাঁ
শেষ রাজা: আলাউদ্দিন আলম শাহ
শ্রেষ্ঠ রাজা: মুইজউদ্দিন মোবারক
লোদী বংশ
সময়কাল: ১৪৫১-১৫২৬ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা: বহলুল লোদী
শেষ রাজা: ইব্রাহিম লোদী
শ্রেষ্ঠ রাজা: ইব্রাহিম লোদী
সুলতানি যুগের সম্পূর্ণ তথ্য পিডিএফে রয়েছে
File Details::
File Name: সুলতানি বংশের সময়কাল
File Format: PDF
No. of Pages: 1
File Size: 121 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link