আজ বিভিন্ন রাজবংশের সময়কাল তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য রাজ বংশের সময়কাল বা শাসনকাল দেওয়া হয়েছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেই থাকে প্রায়। যেমন:- মৌর্য বংশের সময়কাল কত? পাল বংশের সময়কাল কোনটি? ইত্যাদি।
বিভিন্ন রাজবংশের সময়কাল
| রাজবংশ | সময়কাল |
|---|---|
| হর্ষঙ্ক বংশ | ৫৪৪-৪১২ খ্রিস্টপূর্ব |
| শিশুনাগ বংশ | ৪১৩-৩৪৫ খ্রিস্টপূর্ব |
| নন্দ বংশ | ৩৪৩-৩২১ খ্রিস্টপূর্ব |
| মৌর্য বংশ | ৩২২-১৮৪ খ্রিস্টপূর্ব |
| শুঙ্গ বংশ | ১৮৫-৭৫ খ্রিস্টপূর্ব |
| কান্ব বংশ | ৭৫-৩০ খ্রিস্টপূর্ব |
| চোল বংশ | ৮৪৮-১২০০ খ্রিস্টাব্দ |
| পল্লব বংশ | ৩৫০-৮৯১ খ্রিস্টাব্দ |
| সাতবাহন বংশ | ১০০ খ্রিস্টপূর্ব – ২২৫ খ্রিস্টাব্দ |
| গুপ্ত বংশ | ৩২০-৫৪০ খ্রিস্টাব্দ |
| চালুক্য বংশ | ৫৪৩-৭৫৩ খ্রিস্টাব্দ |
| পাল বংশ | ৭৫০-১১৩০ খ্রিস্টাব্দ |
| সেন বংশ | ১০৯৬-১২০৬ খ্রিস্টাব্দ |
| গুর্জর-প্রতিহার বংশ | ৭৩০-১০৩৬ খ্রিস্টাব্দ |
| দাস বংশ | ১২০৬-১২৯০ খ্রিস্টাব্দ |
| খলজি বংশ | ১২৯০-১৩২০ খ্রিস্টাব্দ |
| তুঘলক বংশ | ১৩২০-১৪১৪ খ্রিস্টাব্দ |
| সৈয়দ বংশ | ১৪১৪-১৪৫১ খ্রিস্টাব্দ |
| লোদী বংশ | ১৪৫১-১৫২৬ খ্রিস্টাব্দ |
| সালুভ বংশ | ১৪৮৫-১৫০৫ খ্রিস্টাব্দ |
| তুলুভ বংশ | ১৫০৫-১৫৭০ খ্রিস্টাব্দ |
| মুঘল বংশ | ১৫২৬-১৮৫৭ খ্রিস্টাব্দ |
| মারাঠা বংশ | ১৬৭৪-১৭২০ খ্রিস্টাব্দ |
রাজবংশের সময়কালের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: বিভিন্ন রাজবংশের সময়কাল
File Format: PDF
No. of Pages: 2
File Size: 170 KB
Click Here to Download

No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link