10th July 2022 Current Affairs in Bengali
![]() |
July 2022 Current Affairs in Bengali |
10th July Current Affairs in Bengali
1.সম্প্রতি কোথায় ‘Statue of Peace’-এর উদ্বোধন করলেন অমিত শাহ?ⓐ হায়দ্রাবাদ
ⓑ শ্রীনগর
ⓒ জম্মু
ⓓ নাগপুর
2.ভারতের প্রথম রাজ্য হিসাবে ১৩টি এক্সপ্রেসওয়ে তৈরি করছে কে?
ⓐ গুজরাট
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ হরিয়ানা
ⓓ পাঞ্জাব
3.সম্প্রতি ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার পদে নিযুক্ত হলেন কে?
ⓐ অশোক লোভাসা
ⓑ বিধান বর্মন
ⓒ আর.কে. গুপ্ত
ⓓ শেখর রায়
4.কনস্ট্রাকশন ওয়ার্কারদের দক্ষতার বিকাশ ঘটাতে ‘Mission Kushal Karmi’ প্রোগ্রাম লঞ্চ করলো কোন সরকার?
ⓐ বিহার
ⓑ দিল্লি
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ উড়িষ্যা
5.কোন প্রতিষ্ঠানের সহযোগিতায় Nokia Centre of Excellence চালু করলো Nokia কোম্পানি?
ⓐ IISc Bangalore
ⓑ IIT Hyderabad
ⓒ IIT Delhi
ⓓ IISc Kolkata
6.ফিনল্যান্ডে অনুষ্ঠিত World Masters Athletics Championship 2022-এ ১০০ মিটার দৌড়ে কিসের মেডেল জিতলেন ভারতের ৯৪ বছর বয়সী ভাগবনী দেবী ডগর?
ⓐ রূপো
ⓑ ব্রোঞ্জ
ⓒ সোনা
ⓓ কোনোটিই নয়
7."Monument of National Importance" হিসাবে ঘোষিত হতে চলা মানগড় টিলা কোথায় অবস্থিত?
ⓐ গুজরাট
ⓑ রাজস্থান
ⓒ গুজরাট-রাজস্থান বর্ডার
ⓓ কোথাও নয়
8.সাম্প্রতিক ICC Test Batting Rankings-এ বিরাট কোহলি স্থান কত?
ⓐ ৯
ⓑ ১৩
ⓒ ৭
ⓓ ১০
9.Market Research Society of India (MRSI)-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ রাকেশ ভুক্ত
ⓑ বিদেশ হালদার
ⓒ মণীশ মাখিজানি
ⓓ শশাঙ্ক মাইতি
10.ইউনেস্কোর ইন্টার-গভর্নমেন্টাল প্যানেলে ৪ বছরের জন্য নির্বাচিত হলো কোন দেশ?
ⓐ সুইজারল্যান্ড
ⓑ সৌদি আরব
ⓒ বাংলাদেশ
ⓓ ভারত
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link