9th July 2022 Current Affairs in Bengali
![]() |
July 2022 Current Affairs in Bengali |
9th July Current Affairs in Bengali
1.ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্যাপ্টেন হিসাবে ১৩টি আন্তর্জাতিক T20 ম্যাচ জিতলেন কে?ⓐ রোহিত শর্মা
ⓑ জোশ বাটলার
ⓒ বিরাট কোহলি
ⓓ তেমবা বাভুবা
2.Film Festival of Melbourne 2022-এ "Guest of Honour" হিসাবে আমন্ত্রিত হলেন কে?
ⓐ সৌরভ গাঙ্গুলি
ⓑ এ. আর. রহমান
ⓒ নরেন্দ্র মোদী
ⓓ কপিল দেব
3.সম্প্রতি গুলি বিদ্ধ হয়ে প্রয়াত শিনজো অ্যাবে কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?
ⓐ জাপান
ⓑ চীন
ⓒ রাশিয়া
ⓓ ইউক্রেন
4.‘Getting the Bread: The Gen-Z Way to Success’ শিরোনামে বই লিখলেন কে?
ⓐ শচীন বানসাল
ⓑ অশনির গ্রোভার
ⓒ প্রার্থনা বাত্রা
ⓓ মনিকা বাত্রা
5.২০২৩ সালে ভারতের বৃহত্তম Shopping Festival হোস্ট করবে কে?
ⓐ গোয়া
ⓑ দিল্লি
ⓒ কর্ণাটক
ⓓ গুজরাট
6.সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন Boris Johnson?
ⓐ যুক্তরাষ্ট্র (US)
ⓑ যুক্তরাজ্য (UK)
ⓒ ব্রাজিল
ⓓ ইতালী
7.Confederation of Indian Industry’s (CII)-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে?
ⓐ আর. দীনেশ
ⓑ রাহুল বাজাজ
ⓒ আর. বিড়লা
ⓓ গৌতম বেরা
8.International Monetary Fund(IMF)-এর ‘Wall of Former Chief Economists’-এ স্থান পেলেন কোন মহিলা অর্থনীতিবিদ?
ⓐ সঙ্গীতা নায়ার
ⓑ মৃণালিনী শর্মা
ⓒ অদিতি গাইকওয়ার
ⓓ গীতা গোপীনাথ
9.কাজাখস্তানে অনুষ্ঠিত Eldora Boxing Cup 2022-এ ভারত মোট কয়টি মেডেল জিতলো?
ⓐ ৭টি
ⓑ ১৪টি
ⓒ ১৯টি
ⓓ ১৬টি
10.সম্প্রতি বিজয় কুমার জানহুয়া কোন রাজ্যের চিফ সেক্রেটারী পদে নিযুক্ত হলেন?
ⓐ মহারাষ্ট্র
ⓑ ছত্তিশগড়
ⓒ পাঞ্জাব
ⓓ তেলেঙ্গানা
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link