Breaking







Thursday, June 30, 2022

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান PDF || Padma Bridge GK in Bengali

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান

পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান PDF
পদ্মা সেতু সাধারণ জ্ঞান
Hello,,
আজ পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান সমূহ এখানে উপস্থাপন করা হলো, যেটিতে পদ্মা সেতুর খুঁটিনাটি তথ্য প্রদান করা হয়েছে। বিভিন্ন সরকারি, বেসরকারী চাকরির পরীক্ষা ও কুইজ প্রতিযোগিতায় সাম্প্রতিক ঘটনাবলীর অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে।

পদ্মা সেতু সম্পর্কে প্রশ্ন উত্তর

1.পদ্মা সেতুর প্রকল্পের নাম কী? 
উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প

2.পদ্মা সেতুর  ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে?
উত্তরঃ ২০০১ সালের ৪ঠা জুলাই

3.পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় কবে থেকে?
উত্তরঃ ৭ ডিসেম্বর ২০১৪ সালে

4.পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় কবে?
উত্তরঃ ২৩শে জুন ২০২২

5.কত তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হবে? 
উত্তরঃ ২৫শে জুন ২০২২

6.পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 
উত্তরঃ ৬.১৫ কি.মি.

7.পদ্মা সেতুর প্রস্থ কত? 
উত্তরঃ ১৮.১৮ মিটার

8.পদ্মা সেতুর লেন কয়টি?
উত্তরঃ ৪টি

9.পদ্মা সেতুর পিলার সংখ্যা কত? 
উত্তরঃ ৪২ টি

10.পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি?
উত্তরঃ ৮১টি

11.পদ্মা সেতুর স্পান কতটি? 
উত্তরঃ ৪১ টি

12.পদ্মা সেতুর মোট পাইলিংয়ের সংখ্যা কত? 
উত্তরঃ ২৬৪ টি

13.পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত?
উত্তরঃ ৩৮৩ ফুট

14.জল স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তরঃ ৬০ ফুট বা ১৮ মিটার

15.পদ্মা সেতু প্রকল্পে চুক্তিবদ্ধ কোম্পানির নাম কী? 
উত্তরঃ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ

16.পদ্মা সেতুর বিশ্বের কততম সেতু?
উত্তরঃ ১১ তম

17.পদ্মা সেতুর ডিজাইনার কে? 
উত্তরঃ AECOM

18.পদ্মা সেতুর লিড ডিজাইনার কে ছিলেন?
উত্তরঃ ব্রিটিশ নাগরিক রবিন শ্যাম

19.পদ্মা সেতুর অবস্থান কতটি জেলা নিয়ে? 
উত্তরঃ ৩ টি জেলা নিয়ে(মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ও মাদারীপুর)

20.পদ্মা কতটি জেলার সাথে সংযোগ হয়েছে?
উত্তরঃ ২১ টি জেলা

21.পদ্মা সেতুর ধরন কেমন? 
উত্তরঃ দ্বিতলাবিশিষ্ট

22.পদ্মা সেতুর কোন তলা দিয়ে রেল যাতায়াত করবে?
উত্তরঃ নীচ বা প্রথম তলা

23.পদ্মা সেতুর পরিচালক কে? 
উত্তরঃ মোঃ শফিকুল ইসলাম

24.পদ্মা সেতুটি তৈরিতে কত কোটি টাকা খরচ হয়েছে?
উত্তরঃ ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা

25.পদ্মা সেতুর প্যানেলের সভাপতির নাম কী?
উত্তরঃ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

26.পদ্মা সেতুর আয়ুস্কাল কত বছর নির্ধারণ করা হয়েছে?
উত্তরঃ ১০০  বছর

27.পদ্মা সেতুর  ভূমিকম্প সহনশীলতার মাত্রা কত?
উত্তরঃ রিখটার স্কেলে ৯

28.পদ্মা সেতুতে কাজ করা প্রথম বাঙালী মহিলা প্রকৌশলী কে?
উত্তরঃ ইশরাত জাহান ইশি

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে আছে

File Details::
File Name: পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান
File Format: PDF
No. of Pages: 2
File Size: 169 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link