29th June 2022 Current Affairs in Bengali
![]() |
June 2022 Current Affairs in Bengali |
29th June Current Affairs in Bengali
1.ন্যাশনাল স্ট্যাটিসটিক্স ডে পালন করা হয় কবে?ⓐ ২৯শে জুন
ⓑ ৩০শে জুন
ⓒ ১লা জুলাই
ⓓ ২৮শে জুন
2.Miss India Worldwide 2022 শিরোপা জিতলেন কে?
ⓐ শ্রুতিকা মানে
ⓑ বৈদেহি ডংরে
ⓒ সরগম কৌশল
ⓓ খুশি প্যাটেল
3.International Weightlifting Federation(IWF)-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে?
ⓐ আবুল করিম
ⓑ মোহাম্মদ জালুদ
ⓒ বিজন ভট্ট
ⓓ আলেক্স টিম্বার
4.সম্প্রতি কোন রাজ্যে ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্রোজেক্ট চালু করলো Tata Power Solar Systems?
ⓐ কর্ণাটক
ⓑ গুজরাট
ⓒ কেরালা
ⓓ মহারাষ্ট্র
5.ভারতের প্রথম রাজ্য হিসাবে পাখিদের "রেড লিস্ট" বানাচ্ছে কে?
ⓐ কেরালা
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ আসাম
ⓓ উত্তরাখণ্ড
6.কিরগিস্তানে অনুষ্ঠিত U23 Asian wrestling championships 2022-এ কিসের মেডেল জিতলেন ভারতের দীপক পুনিয়া?
ⓐ সোনা
ⓑ ব্রোঞ্জ
ⓒ রূপো
ⓓ কোনোটিই নয়
7.সম্প্রতি ৪৪৪৭ কোটি টাকায় Blinkit কোম্পানিকে কিনে নিল কোন কোম্পানী?
ⓐ Swiggy
ⓑ Uber
ⓒ Ola
ⓓ Zomato
8.‘The Life and Times of George Fernandes’ শিরোনামে বই লিখলেন কে?
ⓐ রাহুল বাজাজ
ⓑ রাহুল রামগুন্ডন
ⓒ বিনয় পাঠক
ⓓ অজিতেশ সমাদ্দার
9.ঝাড়খণ্ড ও অন্ধ্রপ্রদেশের পর ইউরেনিয়াম খনন করতে চলা তৃতীয় রাজ্য কোনটি?
ⓐ উড়িষ্যা
ⓑ রাজস্থান
ⓒ হরিয়ানা
ⓓ পাঞ্জাব
10.সম্প্রতি ৪দিন ব্যাপী অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হলো কোন রাজ্যে?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ ত্রিপুরা
ⓒ উড়িষ্যা
ⓓ আসাম
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link