4th June 2022 Current Affairs in Bengali
![]() |
June 2022 Current Affairs in Bengali |
4th June Current Affairs in Bengali
1.এশিয়ার বৃহত্তম এবং ভারতের প্রথম লিকুইড মিরর টেলিস্কোপ কোথায় ইনস্টল করা হলো?ⓐ হিমাচল প্রদেশ
ⓑ উত্তরাখণ্ড
ⓒ সিকিম
ⓓ জম্মু-কাশ্মীর
2.সম্প্রতি প্রয়াত ভজন সপরি কোন বাদ্যযন্ত্রে দক্ষ ছিলেন?
ⓐ গিটার
ⓑ তবলা
ⓒ বাঁশি
ⓓ সন্তুর
3.কলোনি এবং রাস্তার নাম "হরিজন" থেকে পরিবর্তন করে বাবাসাহেব আম্বেদকরের নামে রাখার ঘোষণা করলো কোন সরকার?
ⓐ দিল্লি
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ ঝাড়খণ্ড
ⓓ বিহার
4.Scripps National Spelling Bee 2022 কম্পিটিশন জিতলো কে?
ⓐ বিক্রম রাজু
ⓑ হরিণী লোগান
ⓒ অভিমন্যু সেন
ⓓ প্রীতি দেশাই
5.দুর্নীতি রুখতে "ACB 14400" নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ রাজস্থান
6.Khelo India Youth Games 2021 শুরু হলো কোন রাজ্যে?
ⓐ কর্ণাটক
ⓑ হরিয়ানা
ⓒ মেঘালয়
ⓓ উড়িষ্যা
7.সম্প্রতি কোন কোম্পানির চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন Javier Olivan?
ⓐ Microsoft
ⓑ Apple
ⓓ Meta
8.UNICEF-এর COVAX প্রোগ্রামের আওতায় সবথেকে বেশি করোনা ভ্যাকসিন পেয়েছে কোন দেশ?
ⓐ বাংলাদেশ
ⓑ ভারত
ⓒ শ্রীলঙ্কা
ⓓ ইন্দোনেশিয়া
9.Top 10 chefs in the World তালিকায় স্থান পেলেন ভারতের কোন শেফ?
ⓐ সঞ্জীব কাপুর
ⓑ বিকাশ খান্না
ⓒ উভয়ই
ⓓ কেউই নন
10.খেলোয়াড়দের জন্য রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের ঘোষণা করলো কোন রাজ্য সরকার?
ⓐ হরিয়ানা
ⓑ পাঞ্জাব
ⓒ রাজস্থান
ⓓ গুজরাট
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link