3rd June 2022 Current Affairs in Bengali
![]() |
June 2022 Current Affairs in Bengali |
3rd June Current Affairs in Bengali
1.Sitara-e-Pakistan অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন Darren Sammy, তিনি কোন দেশের প্রাক্তন ক্রিকেটার?ⓐ সাউথ আফ্রিকা
ⓑ ইংল্যান্ড
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ ওয়েস্ট ইন্ডিজ
2.Bureau of Civil Aviation Security(BCAS)-এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ নাসির কামাল
ⓑ জুলফিকার হাসান
ⓒ করিম আজাদ
ⓓ ফিরদৌস আলম
3.Sashastra Seema Bal(SSB)-এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
ⓐ Y.R. Reddy
ⓑ M.M. Yadav
ⓒ P.R. Sen
ⓓ S L Thaosen
4.সম্পূর্ণ ২০২২ মে মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা?
ⓐ ১.৪০
ⓑ ১.৪১
ⓒ ১.৩৯
ⓓ ১.৩১
5.Times Business Award 2022 পেলেন কোন মহিলা উদ্যোক্তা?
ⓐ রশ্মি সাহু
ⓑ রোশনি নাদার
ⓒ অরুন্ধতী সেন
ⓓ কিরন মজুমদার
6.World’s Most Powerful Supercomputer তালিকায় স্থান প্রথম স্থান পেলো Frontier, এটি কোন দেশের সুপার কম্পিউটার?
ⓐ চীন
ⓑ জাপান
ⓒ আমেরিকা
ⓓ তাইওয়ান
7.Mens Hockey Asia Cup 2022-এ ভারত কোন পদক জিতলো?
ⓐ সোনা
ⓑ রূপা
ⓒ ব্রোঞ্জ
ⓓ তামা
8.২০তম বর্ষেও UNICEF-এর Goodwill Ambassador হিসাবে বহাল থাকছেন কোন ক্রিকেটার?
ⓐ শচীন টেন্ডুলকার
ⓑ মহেন্দ্র সিং ধোনি
ⓒ রাহুল দ্রাবিড়
ⓓ রোহিত শর্মা
9.FIH World Ranking 2022-এ ভারতীয় মহিলা হকি টিমের স্থান কত?
ⓐ ৬
ⓑ ৫
ⓒ ৪
ⓓ ৩
10.সম্প্রতি জাত ভিত্তিক জনগণনা শুরু করবে কোন রাজ্য সরকার?
ⓐ কেরালা
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ বিহার
ⓓ উত্তরপ্রদেশ
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link