Breaking







Sunday, February 27, 2022

বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম তালিকা PDF || Characters Name of Bengali Novels

বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম তালিকা PDF

বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম
বিভিন্ন উপন্যাসের চরিত্র
প্রিয় বন্ধুগণ,
আজ বিভিন্ন উপন্যাসের চরিত্রের নাম তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে বাংলা উপন্যাসের বিখ্যাত চরিত্র গুলির নাম দেওয়া হয়েছে। বাংলা সাহিত্যের অন্যতম একটি দিক হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- গোরা কোন উপন্যাসের মুখ্য  চরিত্র? চন্দ্রমুখী শরৎ চন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? ইত্যাদি।

বিখ্যাত বাংলা উপন্যাসের চরিত্রের নাম

উপন্যাস রচয়িতা প্রধান চরিত্র
চোখের বালি রবীন্দ্রনাথ বিনোদিনী, বিহারী, মহেন্দ্র, আশা, রাজলক্ষী, অন্নপূর্ণা
গোরা রবীন্দ্রনাথ গৌরমোহন, সুচরিতা, কৃয়দয়াল, বিনয়, ললিতা, আনন্দময়ী, পরেশ, বরদাসুন্দরী, হরিমোহিনী
রাজর্ষি রবীন্দ্রনাথ গোবিন্দমাণিক্য, জয়সিংহ, রঘুপতি, হাসি, তাতা ওরফে ধ্রুব, নক্ষত্র রায়, কেদারেশ্বর
নৌকাডুবি রবীন্দ্রনাথ কমলা, রমেশ, হেমনলিনী, শৈলজা, নলিনাক্ষ, অন্নদা
শেষের কবিতা রবীন্দ্রনাথ অমিত, লাবণ্য, কে টি রায়, শোভনলাল
কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র নবকুমার, পদ্মাবতী, কপালকুণ্ডলা
বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র কুন্দনন্দিনী, সূর্যমুখী, নগেন্দ্রনাথ
আনন্দমঠ বঙ্কিমচন্দ্র কল্যাণী, মহেন্দ্র, ভবানী, পাঠক
দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র তিলোত্তমা, আয়েষা
কৃষ্ণুকান্তের উইল বঙ্কিমচন্দ্র গোবিন্দলাল, ভ্রমর, রোহিনী
পরিণীতা শরৎচন্দ্র ললিতা, শেখর রায়, চারুবালা, মনোরমা, গিরীন, গুরুচরণ, আন্নাকালী
চরিত্রহীন শরৎচন্দ্র সতীশ, উপেন্দ্র, হারাণ, দিবাকর-কিরণময়ী, সুরবালা, সাবিত্রী
দেবদাস শরৎচন্দ্র দেবদাস, ভুবন, চৌধুরী, চুনীলাল-পার্বতী, চন্দ্রমুখী
গৃহদাহ শরৎচন্দ্র মহিম, সুরেশ-অচলা
পথের দাবী শরৎচন্দ্র অপূর্ব, তেওয়ারী, ডাক্তার (গিরীশ মহাপাত্র), শশীপদ-ভারতী, সুমিত্রা, নবতারা, সব্যসাচী
শ্রীকান্ত শরৎচন্দ্র ইন্দ্র, শ্রীকান্ত, শাহজী-পিয়ারী (রাজলক্ষ্মী), অভয়া, বৈয়বী
আরণ্যক বিভূতিভূষণ সত্যচরণ, পাটোয়ারী, রাজু পাঁড়ে, যুগলপ্রসাদ, বননায়ারী-কুন্তা
চাঁদের পাহাড় বিভূতিভূষণ শঙ্কর, আলভারেজ, তিরুমল
পথের পাঁচালী বিভূতিভূষণ দূর্গা, সর্বজয়া, অপু, হরিহর, ইন্দিরা ঠাকরুণ
পদ্মানদীর মাঝি মাণিক বন্দ্যোপাধ্যায় কুবের মাঝি, হোসেন মিয়া, রাসু , গোপী-মালা, কপিলা, হেরম্ব, আনন্দ-সুপ্রিয়া, মালতী
ঝিন্দের বন্দী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় গৌরীশঙ্কর রায়, শঙ্কর সিং, উদিত সিং, ধনঞ্জয় ক্ষেত্রী
আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্র ঠক চাচা
কালবেলা সমরেশ মজুমদার অনিমেষ
গণদেবতা তারাশংকর বন্দ্যোপাধ্যায় দেবু ঘোষ, শ্রীহরি ঘোষ, অনুরুদ্ধ কামার, যোগেন ডাক্তার

উপন্যাসের চরিত্রের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিখ্যাত বাংলা উপন্যাসের চরিত্র সমূহ
File Format: PDF
No. of Pages: 3
File Size: 417 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link