Breaking







Tuesday, October 17, 2023

বিভিন্ন উপন্যাসের রচয়িতা তালিকা PDF || উপন্যাস ও রচয়িতা

বিখ্যাত উপন্যাসের রচয়িতার নাম তালিকা

বিখ্যাত উপন্যাসের রচয়িতা
উপন্যাসের রচয়িতা
নমস্কার বন্ধুরা,
আজ বিখ্যাত উপন্যাসের রচয়িতা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে বাংলার বিখ্যাত উপন্যাস ও তাদের লেখকের নামের তালিকা দেওয়া হয়েছে। প্রাইমারি, আপার প্রাইমারি টেট, পুলিশ ও অন্যান্য চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- গোরা উপন্যাসের রচয়িতা কে? দেবদাস উপন্যাস কার লেখা? ইত্যাদি।

বিভিন্ন উপন্যাসের রচয়িতা

উপন্যাসের নামরচয়িতা
গোরা রবীন্দ্রনাথ ঠাকুর
শেষের কবিতারবীন্দ্রনাথ ঠাকুর
চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর
ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর
মৃত্যুক্ষুধা নজরুল ইসলাম
পথের দাবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
চরিত্রহীন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পরিণীতাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
আরণ্যক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
গণদেবতা তারাশংকর বন্দোপাধ্যায়
হাজার চুরাশির মা মহাশ্বেতা দেবী
অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী
প্রথম প্রতিশ্রুতি আশাপূর্ণা দেবী
সুবর্ণলতা আশাপূর্ণা দেবী
প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়
সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়
অরণ্যের দিনরাত্রি সুনীল গঙ্গোপাধ্যায়
দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
আনন্দ মঠবঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
কপালকুণ্ডলাবঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
ভূবনসোম বলাইচাঁদ মুখোপাধ্যায়
পদ্মা নদীর মাঝি মাণিক বন্দোপাধ্যায়
পুতুল নাচের ইতিকথামাণিক বন্দোপাধ্যায়
আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্র
হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ
কামনা বাসনা সমরেশ বসু
কোনি মতি নন্দী
ছোটবাবু মতি নন্দী
হাঁসুলি বাঁকের উপকথাতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সাহেব বিবি গোলাম বিমল মিত্র
ব্যোমকেশ সমগ্র শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
তুঙ্গভদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
ফেলুদা সমগ্র সত্যজিত রায়
টেনিদা সমগ্র নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘুনপোকা শীর্ষেন্দু মুখোপাধ্যায়
বেদের মেয়ে হরপ্রসাদ শাস্ত্রী
তিতাস একটি নদীর নামঅদৈত্য মল্লবর্মন

উপন্যাসের রচয়িতাদের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিখ্যাত উপন্যাসের লেখক
File Format: PDF
No. of Pages: 3
File Size: 329 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link