Breaking







Monday, October 4, 2021

1st-3rd October Bengali Current Affairs 2021 || ১লা-৩রা অক্টোবর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

1st-3rd October Bengali Current Affairs 2021:

1st-3rd October Bengali Current Affairs 2021
October Bengali Current Affairs 2021

1.সম্প্রতি কোন স্কিমের নাম পরিবর্তন করে রাখা হলো “PM Poshan Scheme”?
আয়ুষ্মান স্কিম
মিড ডে মিল স্কিম
আরোগ্য যোজনা
কিষান বীমা যোজনা

2.সম্প্রতি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন Najla Bouden Romdhane?
ইয়েমেন
তিউনিসিয়া
জর্জিয়া
জর্ডান

3.ভারতে National Basketball Association (NBA)-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেতা?
বরুণ ধাওয়ান
রণবীর কাপুর
রণবীর সিং
আয়ুষ্মান খুরানা

4.“Hwasong-8”-নামে হাইপারসোনিক মিসাইল সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ?
চীন
জাপান
উত্তর কোরিয়া
দক্ষিণ কোরিয়া

5.সাম্প্রতিক Women’s National Boxing Championships অনুষ্ঠিত হতে চলেছে কোন রাজ্যে?
উত্তরপ্রদেশ
পাঞ্জাব
রাজস্থান
হরিয়ানা

6.All India Management Association (AIMA)-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?
জহির চৌধুরী
অক্ষয় বিহারী শর্মা
সি. কে. রুঙ্গনাথন
রাজনীস কুমার

7.এডুকেশন ডেভেলপমেন্টের জন্য 2021 Yidan Prize জিতলেন কে?
ধৃতি ব্যানার্জি
ইন্দ্রা নুয়ি
কৌশিকী গাঙ্গুলি
রুক্মিণী ব্যানার্জি

8.“Smart Villages: Bridging the Global Urban-Rural Divide” শিরোনামে বই লিখলেন কে?
মনোজ মিত্র
শ্রীধর ভেমবু
শ্রীধর শ্রীপদ
অরুন্ধতী রায়

9.সম্প্রতি কোন রাজ্যের জুডিমা চালের মদ GI ট্যাগ পেলো?
আসাম
পশ্চিমবঙ্গ
উড়িষ্যা
ত্রিপুরা

10.সম্প্রতি শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার ২০২১ জিতলেন আসামের কোন বৈজ্ঞানিক?
বিনয় কুমার সালকিয়া
গৌড় মোহন পাহাড়ি
বিপ্লব সর্দার
প্রশান্ত বর্মন

11.Automotive Skills Development Council (ASDC)-এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?
বিনোদ বিহারী চৌধুরী
নিকুঞ্জ সংঘি
বিনোদ আগার্বাল
ধ্রুব রাঠি

12.Indian Society of Advertisers (ISA)-এর চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হলেন কে?
মণিশঙ্কর দাস
বিজয় চৌধুরী
অভীক সরকার
সুনীল কাটারিয়া

13.National Securities Depositories Ltd (NSDL)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?
পদ্মজা চুন্দুরু
জি.ভি. নাগেশ্বরা
দিনদয়াল শর্মা
গার্গী মুখার্জি

14.Hurun India Rich List 2021-এ প্রথমস্থানে আছে কোন শিল্পপতি?
গৌতম আদানি
শিব নাদার
আজিম প্রেমজী
মুকেশ আম্বানি

15.সম্প্রতি অবসর ঘোষণ করলেন টোকিও অলিম্পিকে পদকজয়ী রুপিন্দার পাল সিং, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত?
জ্যাভলিন
কাবাডি
হকি
ফুটবল

16.সম্পূর্ণ সেপ্টেম্বর মাসে GST সংগ্রহের পরিমাণ কত কোটি টাকা?
১.১২ লক্ষ কোটি
১.১৭ লক্ষ কোটি
১.১৪ লক্ষ কোটি
১.২৩ লক্ষ কোটি

17.LIC-এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিলেন কে?
মিনি ইপে
বি. সি. পটনায়েক
এম. আর. কুমার
এদের কেউই নয়

18.ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম গোলাপী বলে টেস্ট ম্যাচ খেলল কোন দেশের সাথে?
দক্ষিণ আফ্রিকা
নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়া
ওয়েস্ট ইন্ডিজ

19.সাম্প্রতিক ঘূর্ণিঝড় শাহীনের নাম প্রস্তাব করেছে কোন দেশ?
বাংলাদেশ
থাইল্যান্ড
পাকিস্তান
কাতার

20.পিঙ্ক বল টেস্টে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে সেঞ্চুরি করলেন কে?
শেফালী বর্মা
স্মৃতি মন্ধনা
ঝুলন গোস্বামী
মিথালি রাজ

21.Piramal Pharma Limited-এর বেবী প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন বলিউড অভিনেত্রী?
করিনা কাপুর
দীপিকা পাদুকোন
ঐশ্বর্য্য রাই বচ্চন
মাধুরী দীক্ষিত

22.নমামি গঙ্গে প্রোগ্রামের ম্যাসকট হিসাবে ঘোষিত হলো কোন কমিক চরিত্র?
ছোটা ভিম
চাচা চৌধুরী
পরমাণু
শক্তিমান

23.ইন্ডিয়ান এয়ার ফোর্সের ভাইস চিফ হিসাবে নিযুক্ত হলেন কে?
বিবেক রাম চৌধুরী
রাকেশ আস্থানা
কুলদীপ যাদব
সন্দীপ সিং

24.ISSF Junior World Championship-এ ভারতের মানু ভাকের কোন মেডেল জিতলো?
সোনা
রূপো
ব্রোঞ্জ
মেডেল পায়নি

25.ভারতে সবথেকে বৃহত্তম ‘Creator Education Program’ লঞ্চ করলো কোন কোম্পানী?
ফেসবুক
গুগল
মাইক্রোসফট
টুইটার

26.Producers Guild of India-র প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে?
পরেশ রাওয়াল
অনুরাগ বসু
সিদ্ধার্থ রায় কাপুর
রাজ কাপুর

27.কোন রাজ্যের চিফ সেক্রেটারী হিসাবে খাসি সম্প্রদায়ের প্রথম মহিলা নিযুক্ত হলেন?
মনিপুর
নাগাল্যান্ড
মেঘালয়
অরুনাচল প্রদেশ

28.কৃষিজ বর্জ্য থেকে সরাসরি হাইড্রোজেন উৎপন্ন করার প্রযুক্তি আবিষ্কার করলেন কোন দেশের গবেষকরা?
দক্ষিণ কোরিয়া
ভারত
অস্ট্রিয়া
ইজরায়েল

29.সিনিয়র সিটিজেনদের জন্য ভারতে প্রথম Elder Line নামে হেল্প লাইন নাম্বার লঞ্চ করলো কোন মন্ত্রালয়?
শিক্ষা
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন
পরিবার কল্যাণ
সাংস্কৃতিক

30.সম্প্রতি মুখ্যমন্ত্রী পর্যটন উদ্যোগ সম্বল যোজনা লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
উত্তরপ্রদেশ
গুজরাট
মধ্যপ্রদেশ
রাজস্থান

Read More::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link