Breaking







Thursday, September 30, 2021

30th September Bengali Current Affairs 2021 || ৩০শে সেপ্টেম্বর ২০২১ কারেন্ট অ্যাফেয়ার্স

30th September Bengali Current Affairs 2021:

30th September Bengali Current Affairs 2021
September Bengali Current Affairs 2021

1.International Translation Day পালন করা হয় কবে?
ⓐ ৩০শে সেপ্টেম্বর
ⓑ ১লা অক্টোবর
ⓒ ২৯শে সেপ্টেম্বর
ⓓ ২৮শে সেপ্টেম্বর

2.পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন?
ⓐ অধীর চৌধুরী
ⓑ পঞ্চানন কুন্ডু
ⓒ পিয়ালী সেনগুপ্ত
ⓓ মৌতৃষ্ণা পাত্র

3.IBSF 6-Red Snooker World Cup 2021 জিতলেন কোন ভারতীয় স্নুকার খেলোয়াড়?
ⓐ আদিত্য মেহতা
ⓑ গীত শেঠি
ⓒ বিদ্যা পিল্লাই
ⓓ পঙ্কজ আদভানি

4.'My Life in Full : Work, Family and Our Future'-শিরোনামে স্মৃতি গ্রন্থ লিখলেন কে?
ⓐ ইন্দ্রা নুয়ি
ⓑ রোশনি নাদার
ⓒ স্মৃতি জুবিন ইরানি
ⓓ নির্মলা সিথারামণ

5.Fumio Kishida কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন?
ⓐ কানাডা
ⓑ জাপান
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ রাশিয়া

6.Press Trust of India (PTI)-এর চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হলেন কে?
ⓐ গোপাল মন্ডল
ⓑ অভীক সরকার
ⓒ দেবব্রত সরকার
ⓓ পার্থ চ্যাটার্জি

7.IPL-এর ইতিহাসে একটি টিমের বিরুদ্ধে ১০০০ রান সম্পুর্ণকারী প্রথম ক্রিকেটার কে?
ⓐ বিরাট কোহলি
ⓑ সঞ্জু স্যামসন
ⓒ রোহিত শর্মা
ⓓ অশ্বিন

8.2021 Ryder Cup জিতলো কোন দেশ?
ⓐ চীন
ⓑ আমেরিকা যুক্তরাষ্ট্র
ⓒ ইংল্যান্ড
ⓓ ইউরোপ

9.T20 World Cup-এর জন্য 'Live the Game' শিরোনামে থিম সং লঞ্চ করলো ICC; এই গানটি কে কম্পোজ করেছেন?
ⓐ সঞ্জয় সিং
ⓑ এ.আর. রহমান
ⓒ অমিত ত্রিবেদী
ⓓ কৌশিক বসু

10.সম্প্রতি নিমাবেন আচার্য্য কোন রাজ্যের বিধান সভার প্রথম মহিলা স্পিকার হিসাবে নিযুক্ত হলেন?
ⓐ গুজরাট
ⓑ পাঞ্জাব
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ রাজস্থান

Read More::

1 comment:

Dont Leave Any Spam Link