Breaking







Thursday, November 2, 2023

সংবিধানে উল্লেখিত সময় সীমা PDF || Time Period Mentioned in Constitution of India

ভারতের সংবিধানে উল্লেখিত সময় সীমা PDF

সংবিধানে উল্লেখিত সময়সীমা
সংবিধানে উল্লেখিত সময়সীমা 
Hello Friends,
আজ সংবিধানে বর্ণিত সময় সীমা  গুলি শেয়ার করছি, যেটিতে ভারতীয় সংবিধানে উল্লেখ করা সমস্ত সময়সীমা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পুলিশ, আমলা অন্যান্য পরীক্ষাতে সংবিধান থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:- গ্রাম পঞ্চায়েতের কার্যকালের মেয়াদ কত? বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান কত? ইত্যাদি।

সংবিধানে বর্ণিত সময় সীমা 

⚫ কেন্দ্রীয় পার্লামেন্ট কিংবা রাজ্য বিধানসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান ➫ ৬ মাস

⚫ রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স বা অধ্যাদেশ-এর সময়কাল ➫ ৬ মাস(পরে ৬ সপ্তাহ বাড়তে পারে)

⚫ রাষ্ট্রপতির প্রয়াণে, ইস্তফা, বরখাস্ত কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতির পদ খালি হলে যতদিনের পুনরায় রাষ্ট্রপতি নির্বাচন করতে হয় ➫ ৬ মাস

⚫ রাষ্ট্রপতি কর্তৃক জারি করা কোনো রাজ্যে রাষ্ট্রপতির শাসনের স্থায়িত্বকাল ➫ ৬ মাস, তবে সর্বাধিক ৩ বছর পর্যন্ত বাড়তে পারে

⚫ লোকসভায় পাশ হওয়া অর্থবিল যতদিনের মধ্যে রাজ্যসভায় পাশ করিয়ে পুনরায় লোকসভায় ফেরত পাঠাতে হয় ➫ ১৪ দিন

⚫ রাষ্ট্রপতি/উপরাষ্ট্রপতি/রাজ্যপাল নিযুক্তির দিন থেকে যতদিন পর্যন্ত ওই পদে অধিষ্ঠিত থাকেন ➫ ৫ বছর

⚫ লোকসভা বা রাজ্য বিধানসভা প্রথম অধিবেশনের দিন থেকে যতদিন পর্যন্ত কার্যকরী থাকে ➫৫ বছর

⚫ জরুরি অবস্থা জারির কারণে লোকসভা/রাজ্যসভার মেয়াদ সর্বাধিক যতদিন বৃদ্ধি করা যায় ➫ ১ বছর

⚫ পার্লামেন্ট বা রাজ্য বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত না হয়েও যতদিন কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের মন্ত্রীর পদে অধিষ্ঠিত থাকা যায় ➫ ৬ মাস

⚫ বিনা কারণে কোনো সাংসদ যতদিন পার্লামেন্টের অধিবেশনে অনুপস্থিত থাকতে পারেন ➫ ২ মাস বা ৬০ দিন

⚫ কোনো ব্যক্তিকে গ্রেফতারের পর যতক্ষণের মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করাতে হবে ➫ ২৪ ঘন্টা

⚫ গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার কার্যকালের মেয়াদ  ➫ ৫ বছর

⚫ সরকারি কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্যক কমিশনের সদস্য পদে ৬৫ বছর বয়স না হওয়া পর্যন্ত যতদিন অধিষ্ঠিত থাকা যায় ➫ ৬ বছর

⚫ সরকারি রাজ্যকৃত্যক কমিশনের সদস্য পদে ৬২ বছর বয়স না হওয়া পর্যন্ত যতদিন অধিষ্ঠিত থাকা যায় ➫ ৬ বছর

⚫ যদি কেউ একাধিক লোকসভা বা রাজ্যসভা কেন্দ্রে নির্বাচিত হন কিংবা রাজ্য বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন, তবে যতদিনের মধ্যে যে কোনো একটি থেকে ইস্তফা দিতে বাধ্য থাকেন ➫ ১০ দিন

সম্পূর্ণ তথ্যটি পিডিএফে আছে

File Details::
File Name: সংবিধানে বর্ণিত সময়সীমা 
File Format: PDF
No. of Pages: 2
File Size: 323 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link