প্রথম পুরস্কারজয়ী ভারতীয়দের তালিকা PDF
প্রথম পুরস্কার জয়ী |
নমস্কার বন্ধুরা,
আজ প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে বিভিন্ন পুরস্কার প্রাপ্রক প্রথম ব্যক্তির নামের তালিকা দেওয়া হয়েছে। ভারতে এবং আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার জয়ী প্রথম ভারতীয়দের তালিকাটি এখানে উপস্থাপন করা হলো। আগত পরীক্ষাতে এই অংশ থেকে নিশ্চিতভাবে প্রশ্ন আসবে। যেমন:- প্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? ইত্যাদি।
প্রথম পুরস্কার জয়ী ভারতীয়
পুরস্কার | প্রথম বিজয়ী |
---|---|
প্রথম ভারতরত্ন পান | রাজাগোপালাচারী |
রাষ্ট্রপতি হিসাবে প্রথমে ভারতরত্ন পান | রাধাকৃষ্ণন |
মরণোত্তর প্রথম ভারতরত্ন পান | লাল বাহাদুর শাস্ত্রী |
বৈজ্ঞানিক হিসাবে প্রথমে ভারতরত্ন পান | সি.ভি. রমন |
শিল্পপতি হিসাবে প্রথমে ভারতরত্ন পান | J.R.D. Tata |
মহিলা হিসাবে প্রথমে ভারতরত্ন পান | ইন্দিরা গান্ধী |
খেলোয়াড় হিসাবে প্রথমে ভারতরত্ন পান | শচীন তেন্ডুলকার |
প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান | জি. সংকরা কুরূপ |
মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান | আশাপূর্না দেবী |
প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান | আর.কে. নারায়ণ |
মহিলা হিসাবে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান | অমৃতা প্রীতম |
প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান | বিশ্বনাথন আনন্দ |
মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান | কার্নম মাল্লেশ্বরী |
প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পান | সাহুরাজ বিরাজদার, অশোক দিবান, অপর্ণা ঘোষ |
ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার পান | সালিম দুরানী |
প্রথম পরমবীর চক্র পান | সোমনাথ শর্মা |
প্রথম অশোক চক্র পান | বাচিত্তর সিং, নায়ক নারবাহাদুর থাপা |
মহিলা হিসাবে প্রথম অশোক চক্র পান | নির্জা ভানত |
প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পান | দেবিকা রানী |
প্রথম ভারতীয় নোবেল জয়ী | রবীন্দ্রনাথ ঠাকুর |
প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড | রীতা ফারিয়া |
প্রথম ভারতীয় মিস ইউনিভার্স | সুস্মিতা সেন |
প্রথম অস্কার জয়ী ভারতীয় | ভানু আথাইয়া |
প্রথম পুরস্কার জয়ীদের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: বিভিন্ন প্রথম পুরস্কার জয়ী
File Format: PDF
No. of Pages: 3
File Size: 450 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link