Breaking







Tuesday, November 14, 2023

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF | কেমিস্ট্রি

রসায়ন বিজ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর PDF

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর
সুধী বন্ধুগণ,
আজ রসায়ন বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব-১ শেয়ার করছি, যেটিতে থাকছে খুবই গুরুত্বপূর্ণ কেমিস্ট্রি বা রসায়ন বিদ্যার প্রশ্ন এবং সঙ্গে উত্তর বাংলা ভাষায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও চাকরীর পরীক্ষাতে এই বিষয় থেকে প্রশ্ন আসে। আর সেই কারণেই আজকে আমরা এই পিডিএফটি আপনাদের প্রদান করছি।

রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর

1.চিনির দ্রবণের সন্ধান ক্রিয়ার সময় কোন্ গ্যাস উৎপন্ন হয়?
উঃ কার্বন ডাই-অক্সাইড

2.হাইড্রোজেন ও আর কোন্ মৌলের সংযোগে স্টাইরিন(Styrene) গঠিত হয়? 
উঃ কার্বন

3.প্রাকৃতিক রবারকে কঠিন ও মজবুত করার জন্যে তার সঙ্গে কী মেশানো হয়? 
উঃ গন্ধক

4.ভিনাইল ক্লোরাইড থেকে PVC প্লাস্টিক কোন প্রক্রিয়ায় তৈরি হয়?
উঃ পলিমেরিজেশন প্রক্রিয়ায়

5.কোন জৈব আম্লিক যৌগ শীতল জলে পরিষ্কার দ্রবণ গঠন করে না?
উঃ বেনজোয়িক অ্যাসিড

6.কস্টিক সোডার সঙ্গে কোন তেল মিশিয়ে উত্তপ্ত করলে সাবান প্রস্তুত হয়? 
উঃ তিসির তেল

7.সমুদ্রের জলে সর্বাধিক পরিমাণে যে রাসায়নিক যৌগটি থাকে, তার নাম কী?
উঃ সোডিয়াম ক্লোরাইড (সাধারণ লবণ)

8.কোন পরমাণুর কেন্দ্রীণে অবস্থিত প্রোটনের সংখ্যাকে রসায়ন বিজ্ঞানে কী বলে? 
উঃ পারমাণবিক ক্রমাঙ্ক

9.যে গ্যাসকে উচ্চ চাপে ও উচ্চ উষ্ণতায় উত্তপ্ত করলে তা একটি মোম সদৃশ কঠিন পদার্থে পরিণত হয়, তার নাম কী? 
উঃ ইথিলিন

10.রসায়নে বিজ্ঞানে ‘pH’ শব্দের অর্থ কী? 
উঃ কোন দ্রবণের অম্লতা বা ক্ষারকীয়তার পরিমাণ

11.বিশুদ্ধ জলের ‘pH’ মান কত?
উঃ ৭ -এর কাছাকাছি

12.যে মৌল হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে সর্বাধিক সংখ্যক যৌগ গঠন করে, তার নাম কী?
উঃ কার্বন

13.প্রাকৃতিক রবার কোন্ যৌগের একটি পলিমার?
উঃ আইসোপ্রিন

14.ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহৃত হয়, তার নাম কী?
উঃ সালফিউরিক অ্যাসিড

15.যে গ্যাসটি বায়ুর সাধারণ নমুনায় পাওয়া যায় না সেটির নাম কী ?
উঃ ক্লোরিন

16.রসায়নের বিচারে ‘ড্রাই আইস’ কী?
উঃ শুষ্ক কার্বন ডাই-অক্সাইড। 

17.কোন্ লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে?
উঃ পেটা লোহা (Wrought iron) 

18.ইথিলিন ও সালফার মনোক্লোরাইডের বিক্রিয়ায় একটি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। গ্যাসটির নাম কী?
উঃ মাস্টার্ড গ্যাস

19.ওয়েস্টন এর রাসায়নিক নাম কী? 
উঃ টেট্রাক্লোরো অ্যাসিটিলিন

20.কাঁদানে গ্যাসের রাসায়নিক নাম কী? 
উঃ ক্লোরোপিক্রিন

রসায়ন বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর পিডিএফে আছে

File Details::
File Name: রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর
File Format: PDF
No. of Pages: 4
File Size: 533 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link