Breaking







Thursday, August 31, 2023

গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি ও চেয়ারম্যান তালিকা PDF

গণপরিষদ সংক্রান্ত কমিটি ও তার চেয়ারম্যান

গণপরিষদ সংক্রান্ত কমিটি
গণপরিষদের কমিটি
নমস্কার বন্ধুরা,
আজ গণপরিষদ সংক্রান্ত কমিটির তালিকা পিডিএফটি দিচ্ছিম, যেটিতে ভারতের গণপরিষদ সংক্রান্ত সমস্ত কমিটি ও তার সভাপতিদের তালিকাটি এখানে তুলে ধরা হলো। WBCS-সহ অন্যান্য পরীক্ষায় এই কমিটি গুলি থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে; যেমন:- গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ইত্যাদি।

গণপরিষদে মোট ২২টি কমিটি ছিল। এর মধ্যে কেবল গুরুত্বপূর্ণ কমিটি গুলি এখানে উল্লেখ করা হলো।

গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি

কমিটি সভাপতি
ড্রাফটিং কমিটি ড. বি.আর. আম্বেদকর
কার্যবিবরণী সংক্রান্ত কমিটি  রাজেন্দ্র প্রসাদ
স্টিয়ারিং কমিটি রাজেন্দ্র প্রসাদ
ফাইন্যান্স এন্ড স্টাফ কমিটি রাজেন্দ্র প্রসাদ
ক্রিডেনশিয়াল কমিটি আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার
হাউস কমিটি বি পট্টভি সীতারামাইয়া
অর্ডার অফ বিজনেস কমিটি কে. এম. মুন্সী
অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ রাজেন্দ্র প্রসাদ
কমিটি অন দ্য ফাংশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি জি.ভি. মাভলঙ্কার
স্টেটস কমিটিজওহরলাল নেহেরু
অ্যাডভাইসরী কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস
বল্লভভাই প্যাটেল
মাইনরিটি সাব-কমিটি
এইচ.সি. মুখার্জি
ফান্ডামেন্টাল রাইটস কমিটি জে.বি. কৃপালনি
ইউনিয়ন পাওয়ার কমিটি জওহরলাল নেহেরু
ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি জওহরলাল নেহেরু

গণপরিষদ কমিটি গুলির তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: গণপরিষদ সংক্রান্ত কমিটি
File Format: PDF
No. of Pages: 1
File Size: 273 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link