আজ গণপরিষদ সংক্রান্ত কমিটির তালিকা পিডিএফটি দিচ্ছিম, যেটিতে ভারতের গণপরিষদ সংক্রান্ত সমস্ত কমিটি ও তার সভাপতিদের তালিকাটি এখানে তুলে ধরা হলো। WBCS-সহ অন্যান্য পরীক্ষায় এই কমিটি গুলি থেকে প্রায়ই প্রশ্ন এসে থাকে; যেমন:- গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ইত্যাদি।
গণপরিষদে মোট ২২টি কমিটি ছিল। এর মধ্যে কেবল গুরুত্বপূর্ণ কমিটি গুলি এখানে উল্লেখ করা হলো।
গণপরিষদের উল্লেখযোগ্য কমিটি
| কমিটি | সভাপতি |
|---|---|
| ড্রাফটিং কমিটি | ড. বি.আর. আম্বেদকর |
| কার্যবিবরণী সংক্রান্ত কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
| স্টিয়ারিং কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
| ফাইন্যান্স এন্ড স্টাফ কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
| ক্রিডেনশিয়াল কমিটি | আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার |
| হাউস কমিটি | বি পট্টভি সীতারামাইয়া |
| অর্ডার অফ বিজনেস কমিটি | কে. এম. মুন্সী |
| অ্যাডহক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ | রাজেন্দ্র প্রসাদ |
| কমিটি অন দ্য ফাংশন অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি | জি.ভি. মাভলঙ্কার |
| স্টেটস কমিটি | জওহরলাল নেহেরু |
| অ্যাডভাইসরী কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস |
বল্লভভাই প্যাটেল |
| মাইনরিটি সাব-কমিটি |
এইচ.সি. মুখার্জি |
| ফান্ডামেন্টাল রাইটস কমিটি | জে.বি. কৃপালনি |
| ইউনিয়ন পাওয়ার কমিটি | জওহরলাল নেহেরু |
| ইউনিয়ন কনস্টিটিউশনাল কমিটি | জওহরলাল নেহেরু |
গণপরিষদ কমিটি গুলির তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: গণপরিষদ সংক্রান্ত কমিটি
File Format: PDF
No. of Pages: 1
File Size: 273 KB
Click Here to Download

No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link