ভারতে কে কাকে শপথ বাক্য পাঠ করান PDF
![]() |
| কে কাকে শপথ বাক্য পাঠ করান |
নমস্কার বন্ধুরা,
আজ কে কাকে শপথ বাক্য পাঠ করান PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিদের যিনি শপথ পাঠ করান, সেই তথ্য আছে। রাষ্ট্রবিজ্ঞান ও ভারতের সংবিধানের অংশ হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে; যেমন- রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান? ইত্যাদি।
কে কাকে শপথ বাক্য পাঠ করান
| পদ | যিনি শপথ বাক্য পাঠ করান |
|---|---|
| রাষ্ট্রপতি | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি |
| উপরাষ্ট্রপতি | রাষ্ট্রপতি |
| সুপ্রিমকোর্টের বিচারপতি | রাষ্ট্রপতি |
| প্রধানমন্ত্রী | রাষ্ট্রপতি |
| মুখ্যমন্ত্রী | রাজ্যপাল |
| রাজ্যপাল | সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি |
| লোক সভার স্পিকার | রাষ্ট্রপতি |
| লোক সভার ডেপুটি স্পিকার | রাষ্ট্রপতি |
| মুখ্য নির্বাচন কমিশনার | রাষ্ট্রপতি |
| অ্যাটর্নি জেনারেল | রাষ্ট্রপতি |
| CAG | রাষ্ট্রপতি |
| সলিসিটর জেনারেল | রাষ্ট্রপতি |
| PSC চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
| প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
| প্ল্যানিং কমিশনের সদস্য | প্রধানমন্ত্রী |
| RBI গভর্নর | রাষ্ট্রপতি |
| হাইকোর্টের প্রধান বিচারপতি | রাজ্যপাল |
| হাইকোর্টের অন্যান্য বিচারপতি | রাজ্যপাল |
| অ্যাডভোকেট জেনারেল | রাজ্যপাল |
| রাজ্য PSC চেয়ারম্যান | রাজ্যপাল |
| MLA | রাজ্যপাল |
| MP | রাষ্ট্রপতি |
কে কাকে শপথ পাঠ করান তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: কে কাকে শপথ গ্রহণ করায়
File Format: PDF
No. of Pages: 2
File Size: 395 KB
Click Here to Download

thank u
ReplyDelete