কে কাকে নিয়োগ করেন PDF
![]() |
কে কাকে নিয়োগ করেন |
নমস্কার বন্ধুরা,
আজ কে, কাকে নিয়োগ করেন-সেই তালিকার পিডিএফটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের পদাধিকারী ব্যক্তিরা কার দ্বারা নিযুক্ত হন তারই তথ্য রয়েছে। এটি রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম অংশ। সেই কারণে WBCS ছাড়াও পুলিশ ও অন্যান্য পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন:- সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিযুক্ত করেন? ইত্যাদি।
কে কাকে নিয়োগ করেন
ব্যক্তি
|
নিযুক্ত হন বা দায়বদ্ধ থাকেন |
---|---|
উপরাষ্ট্রপতি
|
রাষ্ট্রপতি
|
প্রধানমন্ত্রী
|
রাষ্ট্রপতি
|
রাজ্যপাল
|
রাষ্ট্রপতি
|
রেজিস্টার জেনারেল(সেনসাস) | রাষ্ট্রপতি |
অর্থমন্ত্রী | রাষ্ট্রপতি |
লোকসভার স্পিকার | রাষ্ট্রপতি |
লোকসভার ডেপুটি স্পিকার | রাষ্ট্রপতি |
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি | রাষ্ট্রপতি |
সুপ্রিমকোর্টের অন্যান্য বিচারপতি | রাষ্ট্রপতি |
হাইকোর্টের প্রধান বিচারপতি | রাষ্ট্রপতি |
হাইকোর্টের অন্যান্য বিচারপতি | রাষ্ট্রপতি |
স্থল, নৌ ও বিমানবাহিনীর প্রধান | রাষ্ট্রপতি |
মুখ্য নির্বাচন কমিশনার | রাষ্ট্রপতি |
অর্থ কমিশনের সভাপতি | রাষ্ট্রপতি |
যোজনা কমিশনের উপাধ্যক্ষ | রাষ্ট্রপতি |
অডিটর জেনারেল | রাষ্ট্রপতি |
সলিসিটর জেনারেল | রাষ্ট্রপতি |
অ্যাটর্নি জেনারেল | রাষ্ট্রপতি |
UPSC-এর চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন | রাষ্ট্রপতি |
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান | রাষ্ট্রপতি |
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য | প্রধানমন্ত্রী |
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য | রাজ্যপাল |
রাজ্যের প্রধান বিচারপতি | রাজ্যপাল |
রাজ্য বিধানসভার স্পিকার | রাজ্যপাল |
রাজ্যের অ্যাডভোকেট জেনারেল | রাজ্যপাল |
রাজ্য পাবলিক সার্ভিস কমিশন | রাজ্যপাল |
রাজ্য নির্বাচন কমিশনার | রাজ্যপাল |
মুখ্যমন্ত্রী | রাজ্যপাল |
নিয়োগকারীদের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: কে কাকে নিয়োগ করেন
File Format: PDF
No. of Pages: 2
File Size: 274 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link