Breaking







Monday, April 19, 2021

Bengali GK Capsule Part-163

Bengali GK Capsule Part-163

Bengali GK Capsule Part-163
Bengali GK Capsule

1.FIR-এর পূর্নাঙ্গ রুপ কী?
Ans:-First Information Report

2.হরপ্পা শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
Ans:-রাভি

3.প্রথম ভারতীয় হিসেবে ভিনবা ভাবে কত সালে ম্যাগসাইসাই পুরস্কার পান?
Ans:-১৯৫৮ সালে

4.পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Ans:-ডিরোজিও

5.অভ্র উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে?
Ans:-অন্ধ্রপ্রদেশ

6.কোন দিনকে আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করা হয়?
Ans:-১৩ই নভেম্বর

7.ভারত এবং চীনের মধ্যে কোন সালে যুদ্ধ হয়?
Ans:-১৯৬২ সালে

8.কোন রাজ্যে মাঘ বিহু উৎসব পালিত হয়?
Ans:-আসাম

9.মাদাম কুরীর আত্মজীবনী হিন্দিতে কে অনুবাদ করেন?
Ans:-লাল বাহাদুর শাস্ত্রী

10.বাংলায় প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল?
Ans:-হুগলি

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link