15th April 2021 Bengali Current Affairs
![]() |
April 2021 Bengali Current Affairs |
ⓐ ১৪ই এপ্রিল
ⓑ ১৫ই এপ্রিল
ⓒ ১৬ই এপ্রিল
ⓓ ২৬শে এপ্রিল
2.সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য ব্যান হলেন Heath Streak , তিনি কোন দেশের প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন?
ⓐ নিউজিল্যান্ড
ⓑ জিম্বাবোয়ে
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ দক্ষিণ আফ্রিকা
3.Guillermo Lasso কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন?
ⓐ নিকারাগুয়া
ⓑ ইকুয়েডর
ⓒ জর্জিয়া
ⓓ আইভরিকোস্ট
4.National Anti-Doping Agency(NADA)-এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ সিদ্ধার্থ মালহোত্রা
ⓑ সিদ্ধার্থ সিং লংজাম
ⓒ মনোজ তিওয়ারি
ⓓ গগন শর্মা
5.PNB@Ease নামে ডিজিটাল ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ ভারতীয় স্টেট ব্যাংক
ⓑ পাঞ্জাব ব্যাঙ্ক
ⓒ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক
ⓓ ব্যাঙ্ক অফ বরোদা
6.২০২০-২১ সালে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার(PMGSY) রূপায়ণে শীর্ষ স্থান অর্জন করলো কোন জেলা?
ⓐ উধমপুর
ⓑ রাজৌরি
ⓒ কথুয়া
ⓓ কন্নুর
7.তালচের তাপবিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ করা হলো; এটি কোন রাজ্যে অবস্থিত?
ⓐ ঝাড়খণ্ড
ⓑ মহারাষ্ট্র
ⓒ আসাম
ⓓ উড়িষ্যা
8.কোন দেশের বিদেশ মন্ত্রী Jean Yves Le Darian ৩ দিনের সরকারি সফরে ভারতে আসলেন?
ⓐ রাশিয়া
ⓑ জাপান
ⓒ চীন
ⓓ ফ্রান্স
9.বিগত ৫ বছরে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে জরিমানা বাবদ কত কোটি টাকা সংগ্রহ করেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক?
ⓐ ২০০ কোটি
ⓑ ৩০০ কোটি
ⓒ ১৫০ কোটি
ⓓ ৫০০ কোটি
10.সম্প্রতি প্রয়াত যোগেশ প্রবীন, কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ঐতিহাসিক
ⓑ চারু কলা
ⓒ সঙ্গীত
ⓓ সাংবাদিকতা
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link