1.সৌদিআরবকে অতিক্রম করে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হলো কোনটি? ⓐ আমেরিকা যুক্তরাষ্ট্র
ⓑ ইরাক
ⓒ দুবাই
ⓓ সংযুক্ত আরব অমিরাত
উত্তর:: আমেরিকা যুক্তরাষ্ট্র
◉ এই তালিকায় প্রথমস্থানে আছে ইরাক
2.কোথায় ‘Winter Sports Institute’ স্থাপন করতে চলেছে কেন্দ্র?
ⓐ লাদাখ
ⓑ গুলমার্গ
ⓒ কার্গিল
ⓓ শ্রীনগর
উত্তর:: গুলমার্গ
◉ এটি জম্মু-কাশ্মীরের একটি শহর
◉ বর্তমানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী- কিরেন রিজিজু
◉ জম্মু-কাশ্মীরের রাজধানী- জম্মু ও শ্রীনগর
◉ লেফটেন্যান্ট গভর্নর- মনোজ সিনহা
3.পশ্চিমবঙ্গের নতুন ডিরেক্টর সিকিউরিটি হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ যশবন্ত সিং
ⓑ প্রশান্ত কিশোর
ⓒ জ্ঞানবন্ত সিং
ⓓ মনোময় দাশগুপ্ত
4.সম্প্রতি প্রয়াত চেমানচেরী কুনহীরামন নাইয়ার, কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ কথাকলি
ⓑ কত্থক
ⓒ ভারতনাট্যম
ⓓ মনিপুরি
উত্তর:: কথাকলি
◉ মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল- ১০৫ বছর
◉ ২০১৭ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন
5.সম্প্রতি কোন রাজ্যে ‘কালানমক রাইস ফেস্টিভ্যাল’-এর উদ্বোধন করা হলো?
ⓐ গুজরাট
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ পাঞ্জাব
ⓓ হরিয়ানা
উত্তর:: উত্তরপ্রদেশ
◉ সিদ্ধার্থনগর জেলায় এটি অনুষ্ঠিত হচ্ছে
◉ রাজধানী- লক্ষ্ণৌ
◉ মুখ্যমন্ত্রী- যোগী আদিত্যনাথ
◉ রাজ্যপাল- আনন্দিবেন প্যাটেল
6.সম্প্রতি সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার বানালো কোন কোম্পানি?
ⓐ Lenovo
ⓑ Apple
ⓒ HP
ⓓ Microsoft
উত্তর:: HP
◉ HP-এর পুরো কথা- Hewlett-Packard
◉ হেডকোয়ার্টার- ক্যালিফোর্নিয়া
◉ প্রতিষ্ঠা সাল- ১৯৩৯ সালের ১লা জানুয়ারী
7.Kia Motor India-র ন্যাশনাল হেড হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ গুরমিত সিং
ⓑ সুখবীর সিং সাধু
ⓒ ওমশঙ্কর পাবার
ⓓ হারদীপ সিং ব্রার
উত্তর:: হারদীপ সিং ব্রার
◉ হেডকোয়ার্টার- অনন্তপুর, অন্ধ্রপ্রদেশ
◉ প্রতিষ্ঠা সাল- ২০১৭ সালের ১৯শে মে
◉ বর্তমান CEO- Kookhyun Shim
8.প্রথমবার জেনোম ম্যাপিং প্রোজেক্ট লঞ্চ করা হলো কোন মহাসাগরে?
ⓐ ভারত মহাসাগর
ⓑ প্রশান্ত মহাসাগর
ⓒ বঙ্গোপসাগর
ⓓ আরব সাগর
উত্তর:: ভারত মহাসাগর
9.রাশিয়াকে অতিক্রম বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ হলো কোনটি?
ⓐ ভারত
ⓑ চীন
ⓒ আমেরিকা
ⓓ জাপান
উত্তর:: ভারত
◉ ভারতের রিজার্ভের পরিমান ৫৮০.৩ বিলিয়ন ডলার
◉ এই তালিকায় প্রথমস্থানে আছে চীন, দ্বিতীয়স্থানে জাপান এবং তৃতীয়স্থানে সুইজারল্যান্ড
10.ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরী হচ্ছে কোন রাজ্যে?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ তেলেঙ্গানা
ⓒ মহারাষ্ট্র
ⓓ উত্তরপ্রদেশ
উত্তর:: তেলেঙ্গানা
◉ এটি NTPC-এর দ্বারা শ্রী রাম সাগর প্রোজেক্ট জলাধারে তৈরী হচ্ছে
◉ প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্লান্ট তৈরী হচ্ছে মধ্যপ্রদেশের ওমকারেশ্বর ড্যামে
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link