Breaking







Tuesday, March 16, 2021

16th March 2021 Current Affairs in Bengali

16th March 2021 Current Affairs in Bengali

16th March 2021 Current Affairs in Bengali
Current Affairs in Bengali

1.‘জাতীয় টিকাকরণ দিবস’ পালন করা হয় প্রতি বছর কোন দিন?
ⓐ ১৫ই মার্চ
ⓑ ১৬ই মার্চ
ⓒ ২৫শে মার্চ
ⓓ ৩১শে মার্চ

2.আন্তর্জাতিক টি-২০-তে প্রথম ব্যাটসম্যান হিসাবে ৩০০০ রান সম্পূর্ণ করলো কে?
ⓐ বিরাট কোহলী
ⓑ মার্টিন গুপ্তিল
ⓒ স্টিভ স্মিথ
ⓓ রোহিত শর্মা

3.ICRIER-এর পরবর্তী ডিরেক্টর এবং চিফ একজিকিউটিভ হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ কিশোর বর্মন
ⓑ প্রিয়াংশু শর্মা
ⓒ গোবিন্দ দেব্পাত্র
ⓓ দীপক মিশ্র

4.Asia Environmental Enforcement Award পেলেন উরিষ্যার কোন মহিলা ফরেস্ট অফিসার?
ⓐ প্রিয়ম্বদা সেন
ⓑ মধুবনী পটনায়েক
ⓒ সস্মিতা লেঙ্কা
ⓓ সুস্মিতা মোহান্তি

5.‘Baanjh: Incomplete Lives of Complete Women’ শিরোনামে নতুন বই লিখলেন কে?
ⓐ অরুন্ধতী রায়
ⓑ সুস্মিতা মুখার্জী
ⓒ গৌরী সঙ্কর
ⓓ মনামী পাল

6.সেরা অভিনেতা বিভাগে মরণোত্তর ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’ পেলেন কোন প্রয়াত আমেরিকান অভিনেতা?
ⓐ Morgan Freeman
ⓑ Johnny Depp
ⓒ Matt Damon
ⓓ Chadwick Boseman

7.আমেরিকা যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নী জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ Joseph seng
ⓑ Merrick Garland
ⓒ Monty Wilkinson
ⓓ Wilson Federar

8.সম্প্রতি সুইজারল্যান্ডের পর পাবলিক ক্ষেত্রে বোরখা ব্যান করলো কোন দেশ?
ⓐ শ্রীলঙ্কা
ⓑ ভারত
ⓒ আমেরিকা
ⓓ বাহরাইন

9.ভারতের প্রথম ফেন্সার বা তলোয়ারবাজ হিসাবে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলো কে?
ⓐ সাগর লাগু
ⓑ মনিকা বাত্রা
ⓒ ভবানী দেবী
ⓓ বামা দেবী

10.করোনায় আক্রান্ত হয়ে মৃত সাংবাদিকদের পরিবারকে কত লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে কেন্দ্র?
ⓐ ৫ লক্ষ
ⓑ ৪ লক্ষ
ⓒ ৩ লক্ষ
ⓓ ১০ লক্ষ

Read More::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link