Breaking







Monday, May 22, 2023

ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা তালিকা PDF

বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা PDF

বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা PDF
লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা 
Hello Friends,
আজ ভারতের বিভিন্ন রাজ্যের লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি।সঙ্গে রাজ্যসভার সিট সংখ্যাও উল্লেখ করা হলো। প্রায়ই পরীক্ষায় এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন- কোন রাজ্যের লোকসভারআসন সংখ্যা সবথেকে বেশী? পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? এই পিডিএফটি সংগ্রহ করে রাখুন উপকারে আসবে।

লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা

রাজ্যলোকসভার আসনবিধানসভার আসন
পশ্চিমবঙ্গ৪২২৯৪
আসাম১৪১২৬
ত্রিপুরা৬০
উড়িষ্যা২১ ১৪৭
উত্তরপ্রদেশ৮০৪০৩
মধ্যপ্রদেশ২৯২৩০
রাজস্থান২৫২০০
গুজরাট২৬১৮২
বিহার৪০২৪৩
ছত্তিশগড়১১৯০
মহারাষ্ট্র৪৮২৮৮
অন্ধ্রপ্রদেশ২৫১৭৫
তেলেঙ্গানা১৭১১৯
কর্নাটক২৮২২৪
পাঞ্জাব১৩১১৭
কেরালা২০২২৪
গোয়া৪০
ঝাড়খন্ড১৪৮১
মনিপুর৬০
মিজোরাম৪০
নাগাল্যান্ড৬০
তামিলনাড়ু৩৯২৩৪
অরুনাচলপ্রদেশ৬০
হরিয়ানা১০৯০
হিমাচলপ্রদেশ৬৮
উত্তরাখণ্ড৭০
মেঘালয়৬০
সিকিম৩২
দিল্লি৭০
জম্মু-কাশ্মির৮৭
আন্দামান ও নিকোবর
দ্বীপপুঞ্জ
***
চন্ডিগড়***
দাদরা ও নগরহাভেলী***
দমন ও দিউ***
পুদুচেরী৩০
লাক্ষাদ্বীপ***
লাদাখ***

এই সম্পূর্ণ তালিকাটি পিডিএফে পাবেন

File Details::
File Name: লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা 
File Format: PDF
No. of Pages: 3
File Size: 439KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link