ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস PDF
আজ ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা সাল ও তারিখ দেওয়া হয়েছে। চাকরির পরীক্ষাতে রাজ্য গঠনের সময়কাল বা কোন রাজ্য কবে প্রতিষ্ঠা হয় সেই তালিকা থেকে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন:- পশ্চিমবঙ্গ কবে প্রতিষ্ঠা হয়? অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কবে প্রতিষ্ঠিত হয়? ইত্যাদি।
বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস
| রাজ্যের নাম | প্রতিষ্ঠা তারিখ | সাল |
|---|---|---|
| অন্ধ্রপ্রদেশ | ১লা অক্টোবর | ১৯৫৩ |
| অরুনাচল প্রদেশ | ২০শে ফেব্রুয়ারী | ১৯৮৭ |
| আসাম | ২৬শে জানুয়ারী | ১৯৫০ |
| বিহার | ২৬শে জানুয়ারী | ১৯৫০ |
| ছত্তিশগড় | ১লা নভেম্বর | ২০০০ |
| গোয়া | ৩০শে মে | ১৯৮৭ |
| গুজরাট | ১লা মে | ১৯৬০ |
| হরিয়ানা | ১লা নভেম্বর | ১৯৬৬ |
| হিমাচল প্রদেশ | ২৫শে জানুয়ারী | ১৯৭১ |
| ঝাড়খন্ড | ১৫ই নভেম্বর | ২০০০ |
| কর্নাটক | ১লা নভেম্বর | ১৯৫৬ |
| কেরল | ১লা নভেম্বর | ১৯৫৬ |
| মধ্যপ্রদেশ | ১লা নভেম্বর | ১৯৫৬ |
| মহারাষ্ট্র | ১লা মে | ১৯৬০ |
| মনিপুর | ২১শে জানুয়ারী | ১৯৭২ |
| মেঘালয় | ২১শে জানুয়ারী | ১৯৭২ |
| মিজোরাম | ২০শে ফেব্রুয়ারী | ১৯৮৭ |
| নাগাল্যান্ড | ১লা ডিসেম্বর | ১৯৬৩ |
| উড়িষ্যা | ১লা এপ্রিল | ১৯৩৬ |
| পাঞ্জাব | ১লা নভেম্বর | ১৯৬৬ |
| রাজস্থান | ৩০শে মার্চ | ১৯৪৯ |
| সিকিম | ১৬ই মে | ১৯৭৫ |
| তামিলনাড়ু | ১লা নভেম্বর | ১৯৫৬ |
| তেলেঙ্গানা | ২রা জুন | ২০১৪ |
| ত্রিপুরা | ২১শে জানুয়ারী | ১৯৭২ |
| উত্তরপ্রদেশ | ২৬শে জানুয়ারী | ১৯৫০ |
| উত্তরাখন্ড | ৯ই নভেম্বর | ২০০০ |
| পশ্চিমবঙ্গ | ২৬শে জানুয়ারী | ১৯৫০ |
প্রতিষ্ঠা সালের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name:বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবস
File Format: PDF
No. of Pages:2
File Size: 312 KB
Click Here to Download

No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link