Breaking







Saturday, February 3, 2024

ভারতের বিভিন্ন শহরের উপনাম তালিকা PDF || Nick Names of Indian Cities

ভারতের বিভিন্ন শহরের উপনাম PDF

ভারতের বিভিন্ন শহরের উপনাম || Nick Names of Indian Cities
ভারতের বিভিন্ন শহরের উপনাম
Hello Friends,
আজ ভারতের বিভিন্ন শহরের উপনাম PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে ভারতের পরিচিত কিছু শহর ও রাজ্যের প্রচলিত উপনামের তালিকা রয়েছে। এই অংশ থেকে চাকরীর পরীক্ষায় বেশ প্রশ্ন আসে। যেমন- প্রাচ্যের ভেনিস কাকে বলে? সবুজ নগরী কোন শহরকে বলে? পঞ্চনদের দেশ কাকে বলা হয়? ইত্যাদি

ভারতের বিভিন্ন শহরের উপনাম

শহরউপনাম
অমৃতসরস্বর্ণ শহর
মাদুরাইদক্ষিন ভারতের কাশী
উৎসবের শহর
আমেদাবাদভারতের ম্যাঞ্চেস্টার
কোয়েম্বাটুরদক্ষিন ভারতের ম্যাঞ্চেস্টার
কানপুরউত্তর ভারতের ম্যাঞ্চেস্টার
মুম্বাইভারতের প্রবেশদ্বার
ভারতের হলিউড
মূলধন রাজধানী
ভারতের ভেনিস
চেন্নাইদক্ষিন ভারতের প্রবেশদ্বার
সবুজ নগরী
শিলিগুড়ি
উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার
ক্যানিংসুন্দরবনের প্রবেশদ্বার
দার্জিলিংপাহাড়ের রানী
মুসৌরীপর্বতের রানী
পুনেদাক্ষিনাত্যের রানী
কোচিআরব সাগরের রানী
কলকাতাপ্রাসাদ নগরী
City of Joy
হাওড়াভারতের গ্লাসগো
ভারতের শেফিল্ড
বর্ধমানপশ্চিমবঙ্গের ধান ভাণ্ডার
দুর্গাপুরপশ্চিমবঙ্গের রূঢ়
নবদ্বীপভারতের অক্সফোর্ড
আলেপ্পীপ্রাচ্যের ভেনিস
বারানসীমন্দিরের শহর
সুরাটভারতের মক্কা
জয়পুরগোলাপী শহর
ভারতের প্যারিস
কাশ্মীরভূ-স্বর্গ
ভারতের সুইজারল্যান্ড
অন্ধ্রপ্রদেশEgg Bowls of Asia
মধ্যপ্রদেশSoya Region
প্রয়াগAbode of the God
পানিপথযুদ্ধের শহর
কেরালাভারতের মশলা বাগান
পাঞ্জাবপঞ্চ নদের দেশ
জামশেদপুরভারতের স্টিল সিটি
ভারতের পিটসবার্গ
শ্রীনগরহ্রদের শহর
হিমাচলপ্রদেশআপেলের দেশ
বেঙ্গালুরুভারতের উদ্যান নগরী
ইলেকট্রনিক শহর
ভারতের সিলিকন ভ্যালি
দিল্লিভারতের রোম
আলিগড়তালাচাবির শহর
উদয়পুরশ্বেত শহর
নাগপুরকমলা লেবুর শহর
হরিয়ানাদুধের বালতি
ত্রিপুরাপঞ্চপাহাড়ের দেশ
কার্শিয়াংঅর্কিডের শহর
হরিদ্বারগঙ্গার প্রবেশদ্বার

উপনামের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে


File Details::
File Name: বিভিন্ন শহরের উপনাম
File Format: PDF
No. of Pages: 3
File Size: 441 KB

Click Here to Download

1 comment:

  1. স্যার কিছু গুরুত্বপূরণ গবেষনাগারগুলো লিংকে দেবেন

    ReplyDelete

Dont Leave Any Spam Link