ভারতের যমজ শহর তালিকা PDF
![]() |
ভারতের যমজ শহর |
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের যমজ শহর তালিকা PDFটি শেয়ার করছি, যেগুলি ইংরাজিতে এগুলিকে Twin Cities বা Sister Cities ও বলা হয়ে থাকে। প্রধানত পাশাপাশি বা সংলগ্ন দুটি শহরকেই যমজ শহর বলা হয়। বিভিন্ন পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন:- হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? কলকাতার যমজ শহর কোনটি? ইত্যাদি।
ভারতের যমজ শহর
যমজ শহর | রাজ্য |
---|---|
হাওড়া ও কলকাতা | পশ্চিমবঙ্গ |
গুয়াহাটি ও দিসপুর | আসাম |
কটক ও ভুবনেশ্বর | উড়িষ্যা |
হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ | তেলেঙ্গানা |
আমেদাবাদ ও গান্ধীনগর সুরাট ও নবসারী | গুজরাট |
নয়ডা ও গ্রেট নয়ডা বারানসী ও মুঘলসরাই নৈনি ও এলাহাবাদ | উত্তরপ্রদেশ |
দুর্গ ও ভিলাই | ছত্তিশগড় |
রাঁচি ও হাটিয়া | ঝাড়খন্ড |
মুম্বাই ও নবী মুম্বাই সংলি ও মিরাজ পুনে এবং পিম্পরি-চিনচওয়াদ | মহারাষ্ট্র |
বিজয়ওয়াদা ও গুন্টুর | অন্ধ্রপ্রদেশ |
হুবলি ও ধারওয়াদ হরিহর ও দেবনগরী শিবমোগ্গা ও ভদ্রাবতী ব্যাঙ্গালোর ও হোসুর | কর্নাটক |
কোচি ও এরনাকুলাম থ্রিসুর ও গুরুভায়ুর | কেরালা |
মুঙ্গের ও জামালপুর | বিহার |
তিরুনেলভেলি ও পাল্লামকোট্টাই তিরুচিরাপল্লি ও শ্রীরঙ্গম | তামিলনাড়ু |
কাঁকরোলি এবং রাজসমন্দ | রাজস্থান |
যমজ শহরের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: যমজ শহর-Twin Cities
File Format: PDF
No. of Pages: 2
File Size: 292 KB
Click Here to Download
Thank u so much
ReplyDelete