বিশ্বের নদী তীরবর্তী শহর তালিকা PDF
![]() |
বিশ্বের নদী তীরবর্তী শহর |
Hello Friends,
বিশ্বের নদী তীরবর্তী শহর তালিকা PDFটি সংগ্রহ করে নিয়ে আপনার পরীক্ষা প্রস্তুতির মাত্রা বৃদ্ধি করতে থাকুন। যেকোনো চাকরীর পরীক্ষায় নদী তীরবর্তী শহরের নাম থেকে প্রশ্ন আসতে প্রায়ই দেখা যায়। যেমন- লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? ওয়াশিংটন কোন নদীর তীরে অবস্থিত। সুতরাং এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর করে আসতে গেলে আজকের ক্লাসটি পড়ে রাখা খুবই দরকার।
বিশ্বের নদী তীরবর্তী শহর
শহরের নাম | নদীর নাম |
---|---|
আলেকজান্দ্রিয়া | নীলনদ |
আমস্টারডাম | অ্যামসেল |
বুদাপেস্ট | দানিয়ুব |
বাগদাদ | টাইগ্রিস |
রোম | টাইবার |
ব্যাংকক | চাও ফ্রায়া |
ভিয়েনা | দানিয়ুব |
কাবুল | কাবুল |
লন্ডন | টেমস |
লিভারপুল | মার্সেই |
ডাবলিন | লিফি |
গ্লাসগো | ক্লাইড |
মাদ্রিদ | মানজানারেস |
লিসবন | টাগুস |
বার্লিন | স্প্রী |
ওয়াশিংটন | পোটোম্যাক |
নিউইয়র্ক | হাডসন |
সেন্ট লুইস | মিসিসিপি |
লাহোর | রাভী |
করাচি | সিন্ধু |
হংকং | ইয়াং-সি-কিয়াং |
টোকিও | সুমিদা |
ক্যান্ডি | টে |
ইউক্রেন | নিপার |
বুয়েনস এয়ার্স | লা প্লাটা |
কাঠমান্ডু | কালিগণ্ডক |
ঢাকা | বুড়িগঙ্গা |
চট্টগ্রাম | কর্ণফুলী |
সিডনী | ডাংলিং |
প্যারিস | সিন |
ব্রিস্টল | অ্যাভন |
কাইরো | নীল |
হো চি মিন | সাইগন |
নদী তীরবর্তী শহরের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name:নদী তীরবর্তী শহর
File Format: PDF
No. of Pages: 2
File Size: 304KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link