Breaking







Monday, December 4, 2023

পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি ও তার কাজ তালিকা PDF

বিভিন্ন পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি ও তার কাজ 

পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি ও তার কাজ
পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি
নমস্কার বন্ধুরা,
আজ পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি ও তার কাজ PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে পরিবেশের বিভিন্ন বিষয় সমূহ পরিমাপ বা নির্ণয় করতে যেসব যন্ত্র ব্যবহৃত হয়, তার তালিকা দেওয়া হয়েছে। প্রাইমারী টেট সহ অন্যান্য চাকরীর পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবে। যেমন:- ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী? বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম কী?

পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি

যন্ত্রপাতিকাজ
কারেন্ট মিটারনদীতে জলের গতিবেগ পরিমাপ
PH মিটারজল ও মাটির অম্লতা পরিমাপ
ইকো সাউন্ডারজলের গভীরতা পরিমাপ
থার্মোমিটারউষ্ণতার পরিমাপ
বাত পতাকাবায়ু প্রবাহের দিক নির্ণয়
ব্যারোমিটারবায়ুর চাপ পরিমাপ
হাইগ্রোমিটারবায়ুর আর্দ্রতার পরিমাপ
অ্যানিমোমিটারবায়ুর গতিবেগ পরিমাপ
অল্টিমিটারসমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা পরিমাপ
রেনগেজবৃষ্টিপাতের পরিমান পরিমাপ
উইন্ড টারবাইনবায়ু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন
সাউন্ড লেভেল মিটারশব্দদূষণ পরিমাপ
BOD মিটারজলের BOD পরিমাপ
টারবিডিটি মিটারজলের ঘোলাটে ভাব মাপার জন্য
সৌরকোশসৌর শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন
GPSকোনো স্থানের অবস্থান নির্ণয়
টাইডাল এনার্জি কনভার্টারজোয়ার-ভাটা শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন
OTECসুমদ্র জলের তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন
স্ফিগমোম্যানোমিটাররক্তচাপ পরিমাপ
গ্লুকোজমিটাররক্তে শর্করার পরিমাপ
সিসমোগ্রাফভূমিকম্প নির্ণয়
সেক্সট্যান্টসূর্যের কৌনিক দুরত্ব পরিমাপ
DARTসুনামির পূর্বাভাস
BPRসমুদ্রের নিচে জলের চাপের পার্থক্য পরিমাপ

যন্ত্রপাতি সমূহের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: পরিবেশ সংক্রান্ত যন্ত্রপাতি
File Format: PDF
No. of Pages: 2
File Size: 271 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link