Breaking







Tuesday, May 30, 2023

রাষ্ট্র বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পর্ব-৪ | Political Science in Bengali PDF

রাষ্ট্র বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর PDF

রাষ্ট্র বিজ্ঞান MCQ পর্ব-৪ | Political Science in Bengali PDF
রাষ্ট্র বিজ্ঞান MCQ

Hello Friends,
আজ রাষ্ট্র বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পর্ব-৪ PDFটি আপনাদের দিছি, যেটিতে গুরুত্বপূর্ণ পলিটিকাল সাইন্সের প্রশ্ন উত্তর বাংলায় রয়েছে| এগুলি উচ্চ মাধ্যমিক সহ যেকোনো চাকরীর পরীক্ষায় Polity & Constitution বিষয়ের প্রস্তুতির জন্য খুবই উপযোগী হবে| তাই দেরী না করে নীচ থেকে রাষ্ট্রবিজ্ঞান MCQ-এর চতুর্থ পর্বটি সংগ্রহ করে রাখুন| 

রাষ্ট্র বিজ্ঞান MCQ

1.তাসখন্দ চুক্তির মাধ্যমে অবসান হয় –
a) ভারত ইন্দোনেশিয়া যুদ্ধের
b) ভারত পাক যুদ্ধের
c) ভারত চিন যুদ্ধের
d) ইরাক ইরান যুদ্ধের

2.সার্কের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে সর্ববৃহৎ হল –
a) ভারত
b) পাকিস্তান
c) নেপাল
d) বাংলাদেশ

3.সােভিয়েত ইউনিয়নের ওপর সামরিক প্রাধান্য প্রতিষ্ঠা করতে রেগান সরকার এক নতুন যুদ্ধের পরিকল্পনা করেন, যার নাম
a) নক্ষত্র যুদ্ধ
b) ঠান্ডা যুদ্ধ
c) সাবমেরিন যুদ্ধ
d) পরমাণু যুদ্ধ

4.ভারত ‘কমনওয়েলথ অব নেশনস্ এর—
a) সদস্য নয়
b) সদস্য
C) প্রধান
d) স্রষ্টা

5. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ-এর অধীনে কয়টি বিশেষজ্ঞ সংস্থা আছে?
a) ১৪টি
b) ১৫টি
c) ২৪টি
d) ১১টি

6.ভারতীয় সংবিধানের কত নং ধারায় শাসনতান্ত্রিক প্রতিকার লাভের অধিকার স্বীকৃত হয়েছে?
a) ১৯ নং ধারায়
b) ২০ নং ধারায়
c) ২৭ নং ধারায়
d) ৩২ নং ধারায়

7.রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার হয়ে কাজ করেন –
a) প্রধানমন্ত্রী
b) উপরাষ্ট্রপতি
c) সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি
d) স্পিকার

8. ভারতীয় সংবিধানের কোন ধারায় কার্য নির্বাহী প্রধান বিচারপতি নিয়ােগের কথা বলা আছে?
a) ১২৪ নং ধারা
b) ১২৫ নং ধারা
c) ১২৬ নং ধারা
d) ১২৭ নং ধারা

9. ভারতীয় সংসদে ‘জিরাে আওয়ার’-এর সময়কাল –
a) দুপুর ১২টা থেকে ১টা
b) দুপুর ১১টা থেকে ১২টা
c) দুপুর ১টা থেকে ২টো
d) কোনটিই নয়

10.পশ্চিমবঙ্গ পৌরসভার তিনটি কর্তৃপক্ষ হল -
a) সপরিষদ চেয়ারম্যান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
b) পৌরসভা, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান
c) পৌরসভা, সপরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান
d) পৌরসভা, চেয়ারম্যান ও নির্বাহী আধিকারিক

11.সুপ্রীম কোর্টের আছে-
a) মূল এলাকা
b) আপিল এলাকা
c) পরামর্শদানমূলক এলাকা
d) মূল, আপিল ও পরামর্শদান এলাকা

12.৭৪তম সংবিধান (সংশােধন) আইন প্রণীত হয়েছিল –
a) ১৯৭৬ সালে
b) ১৯৭৮ সালে
c) ১৯৯২ সালে
d) ১৯৯৩ সালে

13. সুপ্রীমকোর্টে বিচারপতিদের পদচ্যুত করতে পারেন—
a) রাষ্ট্রপতি
b) প্রধানমন্ত্রী
c) পার্লামেন্ট
d) আইনমন্ত্রী

14. পশ্চিমবঙ্গে ‘ক’ শ্রেণীভুক্ত পৌরসভাগুলির ওয়ার্ডের সংখ্যা –
a) অনধিক ৯
b) অনধিক ১৫
c) অনধিক ২৫
d) অনধিক ৩৫

15. কোন সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলােচনা হয়?
a) ভার্জিনিয়া সম্মেলনে
b) ডাম্বারটন ওকস্ সম্মেলনে
c) ইয়াল্টা সম্মেলনে
d) মস্কো সম্মেলনে

16.সার্ক গঠিত হয়েছে –
a) দক্ষিণ এশিয়ার দেশগুলি দ্বারা
b) পশ্চিম এশিয়ার দেশগুলির জন্য
c) মধ্য প্রাচ্যের সম্পদ দখলের উদ্দেশ্যে
d) শুধু ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের জন্য

17. আন্তর্জাতিক বিবাদ নিষ্পত্তির জন্য জাতিপুঞ্জ কোন পদ্ধতি অবলম্বন করে না?
a) আপস মীমাংসা
b) মধ্যস্থতা
C) অনুসন্ধান
d) নিরপেক্ষতা বজায় রাখা

18. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রীমকোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন?
a) ১৪১ নং ধারা অনুসারে
b) ১৪২ নং ধারা অনুসারে
C) ১৪৩ নং ধারা অনুসারে
d) ১৪৪ নং ধারা অনুসারে

19. ভারতের বর্তমান রাষ্ট্রপতি হলেন –
a) শ্রী প্রণব মুখােপাধ্যায়
c) প্রতিভা পাতিল
b) সুমিত্রা মহাজন
d) দ্রৌপদী মুর্মু

20. হাইকোর্টের বিচারের কোন এলাকা নেই?
a) মূল এলাকা
b) আপিল এলাকা
c) পরামর্শদানমূলক এলাকা
d) মূল ও আপিল এলাকা

21. জাতিপুঞ্জের কোন্ বিভাগ সনদ সংশােধন করতে পারে?
a) অছি পরিষদ
b) সচিবালয়
c) নিরাপত্তা পরিষদ
d) সাধারণ সভা

22.ভারতের ‘No First Strike' এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী?
a) অটল বিহারী বাজপেয়ী
b) রাজীব গান্ধী
c) মনমােহন সিং
d) নরেন্দ্র মােদী

23. রাজ্যসভার অংশ সদস্য প্রতি ২ বছর অন্তর পদত্যাগ করেন
a) ১/৫
b) ১/২
c) ১/৩
d) ১/৪

24. গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র পেশ করেন –
a) বি.ডি.ও-র কাছে
b) জেলা শাসকের কাছে
c) মুখ্যমন্ত্রীর কাছে
d) রাজ্যপালের কাছে

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: রাষ্ট্রবিজ্ঞান MCQ-1
File Format: PDF
No. of Pages:2
File Size: 554 KB

Click Here to Download

1 comment:

  1. Eiiii rkm adkhapcha dewar theke H.S r Songdodh theke jei set gulo dye6e tar link tai dye dite parten. jai hok apnak osonkho dhonnobad.

    ReplyDelete

Dont Leave Any Spam Link