Bengali GK Dose Part-122 || বেঙ্গলি জিকে ডোজ
![]() |
Bengali GK Dose |
1.হৃদপিন্ডের সঙ্গে সংযুক্ত স্নায়ুরনাম কী?
Ans:-ভেগাস
2.পানি পথের তৃতীয় যুদ্ধের পর মারাঠা পেশোয়া হন কে?
Ans:-মাধব রাও
3.বিশ্বের প্রথম দক্ষিন মেরু জয়ী কে?
Ans:-রোল্ড আমুন্ডসেন
4.আমেরিকার মহাকাশযান উৎক্ষেপন কেন্দ্রটি কোথায় অবস্থিত?
Ans:-কেপ কেনেডি
5.তুরস্ক ও ইতালির মুদ্রার নাম কী?
Ans:-লিরা
6.'The Secret Chord' উপন্যাসটির লেখক কে?
Ans:-জেরালডিন ব্রুকস
7.'The Environment Protection Act of India' পাশ হয় কবে?
Ans:-১৯৮৬ সালে
8.পরমানুর মৌলিকত্ব কিসের উপরনির্ভর করে?
Ans:-পারমানবিক সংখ্যা
9.মহাদেশীয় পাত কোন শিলা দ্বারা গঠিত?
Ans:-গ্রানাইট
10.মহাসাগরীয় পাত কোন শিলা দ্বারা গঠিত?
Ans:-ব্যাসল্ট
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link