Bengali GK Dose Part-121
![]() |
Bengali GK Dose |
1.সাঙ্গাই উৎসব কোন রাজ্যে আয়োজিত হয়?
Ans:-মনিপুর
2.একজন সুস্থ পূর্ণ বয়স্ক ব্যক্তির স্বাভাবিক ব্লাড প্রেসার কত?
Ans:-১২০/৮০ mm Hg
3.পোর্টনোভার যুদ্ধ কবে হয়েছিল?
Ans:-১৭৮১ সালে
4.পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক হয়?
Ans:-মেরু অঞ্চলে
5.সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয়?
Ans:-রাসায়নিক শক্তিতে
6.নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে?
Ans:-রঞ্জিত সিং-কে
7.প্রেসার কুকারে জলীয় বাষ্পের চাপের পরিমান কত রাখা হয়?
Ans:-দুই বায়ুমন্ডলীয় চাপের সমান
8.তাপ প্রয়োগে গলে না এমন দুটি পদার্থের নাম কী?
Ans:-ম্যাগনেশিয়াম অক্সাইড ও ক্যালশিয়াম অক্সাইড
9.অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কী বলা হয়?
Ans:-বার্খান
10.ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি?
Ans:-অন্ধ্রপ্রদেশ
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link