Breaking







Friday, June 9, 2023

Reasoning Practice Set in Bengali PDF | রিজনিং প্র্যাকটিস সেট

Reasoning Practice Set in Bengali

Reasoning Practice Set in Bengali Part-6 PDF
Reasoning Practice Set in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ Reasoning Practice Set in Bengali Part-6 PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে জেনারেল ইন্টেলিজেন্সের বিভিন্ন অধ্যায় যেমন- লুপ্তসংখ্যা নির্ণয়, ত্রিভুজ গননা, বেমানান শব্দ, দিক নির্ণয়, রক্তের সম্পর্ক, বার নির্ণয় ইত্যাদী অধ্যায় থেকে প্রশ্ন নিয়েই এই রিজনিং প্র্যাকটিস সেটটি বানানো হয়েছে|

রিজনিং প্র্যাকটিস সেট

রিজনিংমডেল সেট নমুনা:
1.লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন:
2,4,16,96,?,7680
a) 758
b) 760
c) 768
d) 770

2. লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন:
5,11,21,43,53,107,?
a) 117
b) 120
c) 127
d) 130

3. লুপ্ত বর্ণদল নির্ণয় করুন:
PMU, QNU, ROW, ?
a) SXP
b) SQX
c) SPX
d) PSX

4. লুপ্ত বর্ণদল নির্ণয় করুন:
AZ, CX, FU, ?
a) IR
b) IV
c) JQ
d) KP

5. বেমানান শব্দটি চিহ্নিত করুন:
a) মাসি
b) পিসি
c) ঠাকুরদা
d) কাকা

6. 30 : 42 :: 56 : ?
a) 68
b) 70
c) 72
d) 76

7. কোনো নিয়ম অনুযায়ী STAR-এর সংকেত TUBS হলে, ওই নিয়ম অনুযায়ী FISH-এর সংকেত কী হবে?
a) GHIT
b) GJTI
c) HGIT
d) GTJI

8. কোনো নিয়মে REMOTE-কে হয় KYSPGS এবং BRAND-কে লেখা হয় IRDTC; ওই নিয়মে MOBILE-কে কী লেখা হবে?
a) PMJCPN
b) KQMEQN
c) DKHANL
d) OMHCNN

9. বেমানান শব্দটি চিহ্নিত করুন:
a) টরিসেলি
b) আর্কিমিডিস
c) মেন্ডেল
d) বয়েল

10.একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন, ‘ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে’; মহিলাটি পুরুষটির কে হন?
a) মা
b) মেয়ে
c) ভাইঝি
d) পিসি

11. অর্ণবকে দেখিয়ে মমতা বলল, ‘তার ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র’; মমতা অর্ণবের কে হন?
a) কাকিমা
b) বোন
c) মা
d) ঠাকুরমা

12. কোনো ঘড়িতে রাত তিনটে বাজার সময়ে ঘন্টার কাঁটাটি দক্ষিন-পশ্চিম দিকে থাকলে, ওই ঘড়িতে সকাল ৭:৩০ বাজার সময়ে মিনিটের কাঁটাটি কোন দিকে থাকবে?
a) উত্তর
b) দক্ষিন
c) উত্তর-পশ্চিম
d) দক্ষিন-পূর্ব

13. রাহুল ৮ কিমি পশ্চিম দিকে গেল, তারপর বাঁদিকে ঘুরে ৬ কিমি গেল; এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে কত দুরে আছে?
a) ২ কিমি উত্তর-পূর্ব
b) ১৪ কিমি দক্ষিন-পূর্ব
c) ১০ কিমি উত্তর-পশ্চিম
d) ১০ কিমি দক্ষিন-পশ্চিম

14.  পাঁচজন ছাত্রের একটি সারিতে T, Z-এর ডান দিকে আছে| M, Z-এর বাঁদিকে আছে কিন্তু L-এর ডান দিকে আছে| T, Q-এর বাঁদিকে আছে| বাঁদিকের শেষে কে বসে আছে?
a) Z
b) Q
c) T
d) L
সম্পূর্ণ সেটটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: Reasoning Practice Set-6
File Format: PDF
No. of Pages: 3
File Size: 473 KB

Click Here to Download

আরো ডাউনলোড করুন:

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link