Breaking







Tuesday, May 19, 2020

Reasoning Practice Set-5 in Bengali PDF for RRB Group D || NTPC || WBP

Reasoning Practice Set-5 in Bengali PDF for RRB Group D || NTPC || WBP:

Reasoning Practice Set-5 in Bengali PDF
Reasoning Practice Set in Bengali 
নমস্কার বন্ধুরা,
রেলওয়ে, পুলিশ এবং ক্লার্কের পরীক্ষার জন্য Reasoning Practice Set-5 in Bengali PDFটি আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে বিনামূল্যে প্রদান করছি |  RRB Group D এবং  NTPC পরীক্ষাতে রিজনিং একটা গুরুত্বপূর্ণ বিষয় | তাই এই অংশে খুব ভালোরকম পারদর্শী না হতে পারলে অনেক গুলি মার্কস হারাতে হয় | তাই Reasoning & GI-এ দক্ষ হতে প্র্যাকটিস করা খুবই জরুরী |

Reasoning Practice Set-এ যে ধরন গুলি থাকছে::

  1. সংখ্যাশ্রেণী
  2. সাদৃশ্য
  3. কোডিং-ডিকোডিং
  4. দিকনির্ণয়
  5. ভেনচিত্র
  6. লুপ্ত সংখ্যা
  7. শব্দ গঠন
  8. ক্রম নির্ণয়
  9. রক্তের সম্পর্ক
  10. বিবৃতি ও সিদ্ধান্ত
  11. অসম্পূর্ণ চিত্র সম্পূর্ণকরণ
  12. ত্রিভুজ গণনা ইত্যাদী........

কিছু নমুনা::
1. লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো:
350,341,316,267,186,?
[a] 64
[b] 65
[c] 66
[d] 67

2. ভুল সংখ্যাটি নির্ণয় করো:
2,3,8,63,3000
[a] 3
[b] 8
[c] 3000
[d] 63

3. উপযুক্ত বর্ণ দিয়ে শুন্যস্থান পূরণ করো:
pq__p__r__qrp__r
[a] rqpr
[b] rqpp
[c] rqqr
[d] rqpq

4. বেমানান শব্দটি চিহ্নিত করো:
[a] মহারাষ্ট্র
[b] পশ্চিমবঙ্গ
[c] কলকাতা
[d] গুজরাট

5. সাদৃশ্য নির্ণয় করুন
নিরক্ষরতা : শিক্ষা :: বন্যা : ?
[a] বৃষ্টি
[b] নদী
[c] সেতু
[d] বাঁধ

6. কোনো নিয়ম অনুযায়ী STAR-এর সংকেত TUBS হলে, ঐ  নিয়ম অনুযায়ী FISH-এর সংকেত কী হবে?
[a] GHIT
[b] GJTI
[c] HGIT
[d] GTJI

7. সাহেব বাড়ি থেকে বেরিয়ে সোজা দক্ষিন দিকে 50মিটার হাঁটলো | তারপর সে প্রথমে ডানদিকে ঘুরে দাঁড়ালো এবং তারপর 135 ডিগ্রী ঘড়ির কাঁটার বিপরীত ঘুরল | এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
[a] উত্তর-পূর্ব
[b] দক্ষিন-পশ্চিম
[c] উত্তর-পশ্চিম
[d] দক্ষিন-পূর্ব


File Details::
File Name:Reasoning Practice Set-5 
File Format: PDF
No. of Pages:3
File Size:1.76 MB

Click Here to Download

6 comments:

  1. sir plz some history book and geography book upload .

    ReplyDelete
  2. Answers gulo diyedile valo hoii..

    ReplyDelete
  3. Ami 1 ta reasoning korta parchi na
    কোনো সাংকেতিক ভাষায়

    '123' মানে 'hot filtered coffee'

    ‘356' মানে 'very hot day'

    ‘589' মানে 'day and night' হলে

    কোন সংখ্যাটি ‘very’ বোঝায়?

    (A) 2

    (B) 6

    (C) 9

    (D) 3

    ReplyDelete

Dont Leave Any Spam Link