Breaking







Wednesday, August 23, 2023

লাভ ও ক্ষতির অঙ্ক সমাধান PDF | Profit & Loss Math Solved in Bengali

লাভ ও ক্ষতির অংক সমাধান PDF

লাভ-ক্ষতি অংক সমাধান PDF | Profit & Loss Math Solved in Bengali
লাভ-ক্ষতি অংক সমাধান
Hello Friends,
আজ লাভ-ক্ষতি অংক সমাধান PDFটি প্রদান করছি, যেটিতে ব্যাখ্যার সাথে পাটিগণিতের লাভ ও ক্ষতি অঙ্ক গুলির সমাধান পদ্ধতি দেখানো হয়েছে। যারা একদমই অংকে কাঁচা তারাও এই গুলি দেখে অনয়াসেই শিখতে পারবেন। প্রতিটা চাকরীর পরীক্ষাতে এই অধ্যায় গুলি থেকে অংক ১০০%আসবেই। তাই দেরী না করে পিডিএফটি সংগ্রহ করে নিন।

লাভ ও ক্ষতির অঙ্ক সমাধান PDF

যে ধরনের অংক গুলি সমাধান থাকছে:

1.এক ব্যক্তি তার মোবাইল ১৪৪ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়, যদি ১০% করতে চাইলে কত টাকায় বিক্রি করতে হবে?

2.করিম সাহেব ১৬১ টাকায় শার্ট বিক্রয় করায় ১/৬ অংশ লাভ হয়; শার্ট-এর ক্রয়মূল্য নির্ণয় করো|

3.১০টি পণ্যের বিক্রয়মূল্যের সমান হয় ১২টি পণ্যের ক্রয়মূল্য; শতকরা লাভের পরিমান কত?

4.একজন বিক্রেতা টাকায় ৫টি লেবু বিক্রয় করে ৪০% লাভ করে, সে টাকায় কয়টি লেবু ক্রয় করেছিল?

5.একজন দোকানদার ক্রয়মূল্যের চেয়ে ২০% বেশী মূল্য নির্ধারণ করে, ১০% ছাড় দেয়; তাহলে শতকরা লাভ কত?

6.একটি দোকানদার ২০%, ১০%, ৫% করে ছাড় দেয়; তাহলেওই সমমূল্যের উপর পরবর্তী ছাড় কত হবে?

7.একটি ফ্রিজ ১৯৮০০ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়, ক্রয় মূল্য বের কর|

8.১৫০ টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়, ক্রয়মূল্য কত?

9.একটা অসাধু ব্যবসায়ী বলে, কেনা দামেই সে পণ্য বিক্রয় করে| কিন্তু সে আসলে ১ কেজির ববাটখারার ওজন ৯৫০ গ্রাম করে রেখেছে| শতকরা লাভের হার কত?
...............

অঙ্কের সমাধান পিডিএফে রয়েছে

File Details::
File Name: লাভ-ক্ষতি অংক সমাধান
File Format: PDF
No. of Pages: 7
File Size: 1.04 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link