Breaking







Saturday, August 26, 2023

শতকরা অঙ্ক সমাধান PDF || Percentage Math Solved in Bengali

শতকরা অংক সমাধান PDF

শতকরা অঙ্ক সমাধান PDF - Percentage Math Solved in Bengali
শতকরা অঙ্ক সমাধান PDF
নমস্কার বন্ধুরা,
আজ শতকরা অঙ্ক সমাধান PDFটি শেয়ার করছি, যেটিতে পাটি গণিতের শতকরা অধ্যায় থেকে পরীক্ষায় আসা অঙ্কের সমাধান দেওয়া হলো। এখানে আপনাদের বোঝার সুবিধা মতোই সমাধান করে দেওয়া হয়েছে। চাকরীর পরীক্ষাতে Percentage Math থেকে আবশ্যিক ভাবেই প্রশ্ন এসে থাকে। তাই এ বিষয়ে দক্ষতা বা পারদর্শিতা অর্জন করা খুবই দরকার।

শতকরা অঙ্ক সমাধান PDF 


যে শতকরা অংক গুলির সমাধান করা হয়েছে

1.১৩০, ৮০-এর শতকরায় কত?

2.গতকাল করোনা ভাইরাসে মৃত্যুর হার ২০% কমে ছিল, কিন্তু আজ ২০% বেড়েছে| তাহলে মৃত্যুর হার শতকরা কত কমেছে বা বেড়েছে?

3.করিমের আয় রহিমের আয় অপেক্ষা ২৫% বেশী| তাহলে রমিহের আয় করিমের আয় অপেক্ষা শতকরা কত কম?

4.৩০০ টাকার ৫০ শতাংশের শতকরা ৫ কত হবে?

5.যদি একটি সংখ্যার ৩৩% হয় ৮০, তাহলে সংখ্যাটি কত?

6.একটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে ছেলের সংখ্যা ৭০% এবং মেয়ের সংখ্যা ৫০৪ জন; তাহলে ছেলের সংখ্যা কত?

7.বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা ৪০০০ জন| প্রথম এবং দ্বিতীয় বছর শতকরা বৃদ্ধি পায় যথাক্রমে ১০% এবং ২০%; তাহলে ২ বছর পর শিক্ষার্থীর সংখ্যা কত হবে?

8.একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে মোট নাম্বারের ৩৬% প্রয়োজন| একজন ছাত্র উক্ত পরীক্ষায় ১১৩ নাম্বার পায় এবং ৮৫ নাম্বারের জন্য অকৃতকার্য হয়,তাহলে সর্বোচ্চ মোট নাম্বার কত?

9.একজন লোক তার আয়ের ৫% দাতব্য সংস্থায় এবং অবশিষ্ট টাকার ২০% ব্যাংকে রাখেন| বর্তমানে তার কাছে ১৯১৯ টাকা থাকলে তার আয় কত?

10.একটি পরীক্ষায় শতকরায় ৪২ জন বাংলা এবং ৫২ জন ইংরেজিতে অকৃতকার্য হয়| যদি শতকরা ১৭জন উভয় বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে উভয় বিষয়ে শতকরায় কৃতকার্য কত?

11.একটি গ্রামের মোট লোক সংখ্যার ৫/৯ ভাগ পুরুষ| যদি পুরুষদের ৩০% বিবাহিত হয়, তাহলে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত?

12.যদি ২০০ এর ২০% এর সমান x-এর ৫.৫% হয়, তাহলে x-এর মান কত?

13.একটি সংখ্যার ২০০% ৯০ হয়, তাহলে ৮০% কত হবে?

14.৬০টি আমের ভিতর ৪২টি ভালো হহলে, শতকরা খারাপ কত?

15.৩০% বৃদ্ধি পাওয়ায় শার্টের দাম হল ৬৫০ টাকা, পূর্বে কত টাকা দাম ছিল?

16.মাসুদের আয় ব্যয়ের অনুপাত ২০:১৫ হলে মাসিক সঞ্চয়, আয়ের শতকরা কত ভাগ?

17.বর্গক্ষেত্রের এক পার্শ্ব মাপার সময় ভুলে দৈর্ঘ্য ৫% বেশী মাপা হয়| ক্ষেত্রফলে ভুলের পরিমান কত শতাংশ?

অংক গুলির সমাধান পিডিএফে আছে

File Details::
File Name:শতকরা অঙ্ক সমাধান
File Format: PDF
No. of Pages: 7
File Size:1.28 MB

Click Here to Download

আরো ডাউনলোড করুন:

7 comments:

Dont Leave Any Spam Link